লস অ্যাঞ্জেলস, 10 জানুয়ারি: দাবানলে প্রাণ গেল কমপক্ষে 10 জনের । শুধু তাই নয় লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ আগুনে কমপক্ষে দশ হাজার বাড়ি পুড়ে গিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । সংবাদসংস্থা এপি জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে পরিস্থিতি নতুন করে খারাপ হতে শুরু করেছে । নতুন করে প্রায় 3.2 কিলোমিটার এলাকায় আগুন লেগেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ।
নতুন করে পরিস্থিতির অবনিত হতে শুরু করে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে । সান ফার্নান্দো উপত্যকায় আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায় । সেখান থেকে মাত্র দু'মাইল দূরে একটি স্কুল আছে । সেখানেই অনেকে আশ্রয় নিয়েছেন । এই আগুনের খবর পৌঁছতেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন । তবে তৈরি ছিল দমকল বাহিনীও । আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 400 দমকলকর্মীকে কাজে লাগানো হয় । আগুন ততক্ষণে অবশ্য সান ফার্নান্দো উপত্যকা ছেড়ে ভেঞ্চুরা এলাকায় ছড়িয়েছে ।