পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

'কমলা, আপনার চাকরিটা নেই', 'আবর্জনা'র জবাবে ট্রাম্পের হুঁশিয়ারি

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে আস্ত আবর্জনার গাড়িতে করে মিছিলে পৌঁছলেন ডোনাল্ড ট্রাম্প ৷ প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যের জবাব দিতেই এমন কাণ্ড!

Kamala Harris vs Donald Trump
(বাঁদিক থেকে) কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প (ইটিভি ভারত)

By PTI

Published : Oct 31, 2024, 11:03 PM IST

ফিলাডেলফিয়া, 31 অক্টোবর: চাকরি হারালেন বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস! আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি মাত্র পাঁচ দিন ! তার আগে প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেই ফেললেন, "কমলা, আপনার চাকরি গিয়েছে !"

মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদের লড়াই জমে উঠেছে ৷ শেষ মুহূর্তে একে অপরকে টেক্কা দিতে তুমুল প্রচার চালাচ্ছেন আমেরিকার দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী- ডেমোক্র্যাটের কমলা হ্যারিস এবং রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প ৷

বুধবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে তুলোধনা করলেন ৷ তার কারণ অবশ্য প্রেসিডেন্ট জো বাইডেনের একটি মন্তব্য ৷ তিনি ট্রাম্পের সমর্থকদের 'আবর্জনা' বলে উল্লেখ করেছেন বলে অভিযোগ উঠেছে ৷ এরপরই ট্রাম্প সাফাই কর্মীদের মতো পোশাক পরে নির্বাচনী প্রচারে নেমে পড়েন ৷ তিনি উইসকনসিনের গ্রিন বে এলাকায় একটি আবর্জনার ট্রাক নিয়ে কয়েক হাজার সমর্থকদের সামনে হাজির হলেন ৷

আবর্জনার গাড়ি নিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচার (ছবি সৌজন্য: এপিটিএন)

এই জনসভায় ট্রাম্প বলেন, "জো এবং কমলার প্রতি আমার বার্তা খুবই সরল ৷ আপনি যদি আমেরিকাকে ভালো না বাসেন, তাহলে আমেরিকার নেতৃত্ব দিতে পারবেন না ৷ আপনি যদি আমেরিকাবাসীকে ঘৃণা করেন, আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না ৷ আমি বিশ্বাস করি, ওঁরা (জো বাইডেন ও কমলা হ্য়ারিস) সেটাই করেন ৷ আর কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট পদের উপযুক্তই নন ৷"

এখানেই থামেননি প্রাক্তন প্রেসিডেন্ট ৷ তিনি বলে ওঠেন, "কমলা, আপনাকে আর কাজে আসতে হবে না ৷" এই মিছিলের আগে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্ন করেন, "আমার এই আবর্জনা ট্রাকটি আপনাদের কেমন লাগছে ? এই ট্রাকটা কমলা এবং জো বাইডেনের সম্মানে ৷ জো বাইডেন যে বিবৃতি দিয়েছেন, তা খুব অসম্মানজনক ৷"

29 অক্টোবর প্রেসিডেন্ট জো বাইডেন একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, "আমি শুধু একটাই জিনিস ভেসে থাকতে দেখছি, তা হল তাঁর (ডোনাল্ড ট্রাম্প) সমর্থকদের ৷" পরে অবশ্য বিতর্ক মেটাতে হোয়াইট হাউজের তরফে একটি বিবৃতিতে জানানো হয় যে, প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের আবর্জনা বলে উল্লেখ করেনি ৷

সরকারি বিবৃতি সত্ত্বেও রিপাবলিকানরা বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের এহেন মন্তব্যে ক্ষেপে যান ৷ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এমন মন্তব্যের উত্তর এড়িয়ে যান ৷ তিনি বলেন, "আমি কী বলছি, সে বিষয়ে আমি সচেতন থাকি ৷ আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হই, তাহলে আমি আমেরিকাবাসীর প্রতিনিধিত্ব করব ৷ তাঁদের মধ্যে সেই সব মানুষরাও থাকবেন, যাঁরা আমায় ভোট দেননি ৷ তাঁদের প্রয়োজন, আকাঙ্ক্ষাগুলির জন্যও আমায় কাজ করতে হবে ৷"

আগামী 5 নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ৷ সারা বিশ্ব সেই দিকে তাকিয়ে রয়েছে ৷ কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে-ই প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, তাঁর বিদেশ থেকে বাণিজ্য নীতির উপর অনেক কিছুই নির্ভর করছে ৷ ইতিমধ্যে 5 কোটি 90 লক্ষ আমেরিকাবাসী ভোট দিয়েছেন ৷

সম্প্রতি সিএনএন সংবাদমাধ্যমের ভোটে দেখা গিয়েছে, ডেমোক্র্যাটদের হ্যারিস, মিশিগান এবং উইসকনসিনে প্রতিপক্ষ ট্রাম্পের থেকে সামান্য় এগিয়ে আছেন ৷ আপ পেনসিলভ্যানিয়ায় দু'জনের মধ্য়ে যুযুধান লড়াই হবে ৷ মিশিগানে কমলা হ্যারিস 48 শতাংশ এবং ট্রাম্পের পক্ষে 43 শতাংশ ৷ উইসকনসিনেও যথাক্রমে 51 শতাংশ ও 45 শতাংশ ৷ পেনসিলভ্যানিয়ায় তাঁদের দু'জনের ঝুলিতেই 48 শতাংশ ভোট পড়েছে ৷ সাতটি প্রধান সুইং স্টেট অর্থাৎ যাঁরা এই প্রেসিডেন্ট নির্বাচনের অভিমুখ ঠিক করতে পারে- জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, পেনসিলভ্যানিয়া, নর্থ ক্যারোলিনা, উইসকনসিন এবং নেভাদা ৷

ABOUT THE AUTHOR

...view details