টোকিও, 24 সেপ্টেম্বর:ছোট ছোট সুনামি ঢেউ আছড়ে পড়েছে টোকিওর দক্ষিণে প্রত্যন্ত দ্বীপপুঞ্জের তীরে ৷ মঙ্গলবার এই দ্বীপপুঞ্জে এই সুনামির সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া এজেন্সি ৷ এদিন ভোরে এই দ্বীপাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয় ৷ তার কিছুক্ষণ পর ছোট সুনামি ঢেউ আছড়ে পড়ে ৷ অগ্ন্যুৎপাতের ফলেই ভূমিকম্প বলে জানা গিয়েছে ৷ কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি ৷
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের তীরবর্তী এলাকাগুলিতে অবশ্য ভূমিকম্প তেমন টের পাওয়া যায়নি ৷ এর প্রায় তিন ঘণ্টা পরে জাপান সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয় ৷ জাপানের মেটেরিওলজিক্যাল এজেন্সি জানিয়েছে, এদিন ভোরে প্রশান্ত মহাসাগরের ইজু দ্বীপপুঞ্জের উপকূলবর্তী এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল 5.9 ৷ এর প্রায় 40 মিনিট পরে ইজু দ্বীপপুঞ্জের একটি দ্বীপ হাচিজো থেকে 180 কিলোমিটার দূরে 50 সেমি (1 মিটার) দীর্ঘ সুনামি ঢেউ আছড়ে পড়ে ৷ এই এলাকাগুলিতে মানুষের বসবাস তেমন একটা নেই ৷