পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিমান হানায় নিহত হামাসের সেনাপ্রধান, জানাল ইজরায়েল - Hamas Military Chief Killed - HAMAS MILITARY CHIEF KILLED

Hamas Military Chief Killed: বিমান হানায় নিহত হামাসের সেনাপ্রধান মহম্মদ ডেইফ ৷ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইজরায়েলি সেনা ৷ গত 13 জুলাই এক বিমান হানায় হামাসের সেনাপ্রধান নিহত হন বলে ইজরায়েলের দাবি ৷

Hamas Military Chief Killed
বিমান হানায় নিহত হামাসের সেনাপ্রধান (এএফপি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 5:29 PM IST

জেরুজালেম, 1 অগস্ট: গতকাল, বুধবারই হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর সামনে এসেছে ৷ তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই হামাসের সেনাপ্রধানের মৃত্যুর খবর প্রকাশ্যে এল ৷ এ দিন এই খবর দিয়েছে ইজরায়েলি সেনা ৷ তারা জানিয়েছে, গতমাসে গাজার দক্ষিণ অংশ খান ইউনিসে হামাসের সেনাপ্রধান মহম্মদ ডেইফ-কে হত্যা করা হয়েছে ৷

বুধবার ইরানিয়ান রেভোলিউশনারি গার্ডস ও হামাসের তরফে জানানো হয় যে ইরানের তেহরানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়াকে ৷ আর এ দিন ইজরায়েলি সেনা জানিয়েছে যে গত 13 জুলাই খান ইউনিসে একটি বিমান হানা করানো হয় ৷ তার পর গোয়েন্দাদের থেকে পাওয়া খবরে নিশ্চিত হওয়া গিয়েছে যে ওই বিমান হানায় মহম্মদ ডেইফ মারা গিয়েছেন ৷

গত বছর 7 অক্টোবর দক্ষিণ ইজরায়েলে অতর্কিতে হামলা চালিয়েছিল হামাস ৷ সেই হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হন ৷ সেই হামলার মূল পরিকল্পনা করেছিলেন এই মহম্মদ ডেইফ ৷ ইজরায়েলি সেনার তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে গত 13 জুলাই ইজরায়েলি হানায় 90 জন নিহত হয়েছেন ৷ তবে সেই হামলায় ডেইফের মৃত্যু হয়নি বলেই দাবি হামাসের ৷ তবে জানা গিয়েছে যে ডেইফ যেখানে আশ্রয় নিয়েছিলেন, সেই বাড়িটির আশপাশে একটি দু’হাজার পাউন্ডের বোমা ফেলে ইজরায়েল ৷ সেই হামলাতেই হামাসের সেনাপ্রধান নিহত হয়েছেন ৷

হামাসের সশস্ত্র বাহিনীর নাম ইজ্জেডিন আল-কাসাম ব্রিগেড ৷ 2015 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে ৷ গত তিনদশক ধরে ইজরায়েলের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় তাঁর নাম ছিল ৷ গত তিন দশক বা তার বেশি সময়ে ইজরায়েলের বিরুদ্ধে একাধিক হামলায় জড়িত ছিল এই ডেইফ ৷ গাজায় হামাসের প্রধান ইয়াহইয়া সিনওয়ারের সঙ্গে মিলেই এই হামলাগুলি করেছিলেন ৷

ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে যে সাম্প্রতিক যুদ্ধে গাজা থেকে হামাসের সেনাকে ডেইফই পরিচালিত করছিলেন ৷ এদিকে হামাস হামলা চালানোর সময় ইজরায়েল থেকে 251 জনকে বন্দি করে নিয়ে গিয়েছিল ৷ এর মধ্যে 111 জনকে এখনও তারা আটকে রেখেছে ৷ 39 জন সেনা জওয়ান নিহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ইজরায়েলি হানায় এখনও পর্যন্ত প্রায় 39 হাজার জন মারা গিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details