অটোয়া(কানাডা), 10 এপ্রিল: কানাডায় দিনে দুপুরে শুটআউট ৷ বন্দুকবাজের হমলায় প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত নির্মাণ সংস্থার মালিক-সহ দু'জনের ৷ গুরুতর আহত আরও এক ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কানাডার আলবার্টা প্রদেশের কাভানাঘের আশেপাশে একটি আবাসিক এলাকায় ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আধিকারিকরা সেখানে যান ৷ 49 ও 57 বছর বয়সি দুজনের দেহ এবং 51 বছর বয়সি ব্যক্তিকে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করা হয় । ওই ব্যক্তির অবস্থা আশংকাজনক । মঙ্গলবার এবং বুধবার মৃতদের ময়নাতদন্ত হয় ৷
নিহত ভারতীয়র নাম বুটা সিং গিল ৷ শহরের পঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ছিল নির্মাণ সংস্থার মালিকের । প্রাক্তন সিটি কাউন্সিলর মহিন্দর বাঙ্গা ঘটনাস্থলে বলেন, "বুটা সিং গিল অন্যদের সাহায্য করার জন্য পরিচিত ছিল । মানুষটি তাঁর ক্ষমতার বাইরে গিয়েও সকলকে সাহায্য করতেন। কেন কেউ তাঁকে কেন আঘাত করবে?" মহিন্দর বাঙ্গা জানান, তিনি বুটা সিং গিলকে ভালো করেই চেনেন । তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন ৷ তিনি যে কাউকে সাহায্য করতেন ৷"