পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

'দ্রুত দেশ ছাডুন', সিরিয়ায় ভারতীয়দের জন্য সতর্কবার্তা বিদেশমন্ত্রকের - INDIANS IN SYRIA

উত্তপ্ত সিরিয়া ! প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু করেছে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলি ৷ এই আবহে নাগরিকদের দ্রুত সিরিয়া ছাড়ার পরামর্শ দিল ভারত ৷

INDIANS IN SYRIA
গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট বাশারের পোস্টার (এপি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2024, 12:00 PM IST

নয়াদিল্লি, 7 ডিসেম্বর:উত্তপ্ত পশ্চিম এশিয়ার আরও একটি দেশ ! নাগরিকদের দ্রুত সিরিয়া ছাড়ার পরামর্শ দিল ভারত ৷ সেই সঙ্গে, আপাতত সিরিয়া যাওয়ার কোনও পরিকল্পনা থাকলেও, তাও বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে ৷

বিদেশমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেখানে লেখা, "সিরিয়ার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয়দের সমস্ত ভ্রমণের পরিকল্পনা বাতিলের পরামর্শ দেওয়া হচ্ছে ৷ পরবর্তী বিজ্ঞপ্তি জারি না-হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে ৷"

এই মুহূর্তে সিরিয়ায় বসবাসকারী ভারতীয়দের দামাস্কাসে দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রকাশিত নির্দেশিকায় । জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য ইমেল আইডি এবং ফোন নম্বরও দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফে । হেল্পলাইন নম্বরটি হল +963 993385973 ৷ এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজও করা যাবে । যোগাযোগের ইমেল আইডি হল hoc.damascus@mea.gov.in

শুক্রবার সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ সেই দেশে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ তিনি বলেন, "উত্তর সিরিয়ার পরিস্থিতির উপর আমরা নজর রেখেছি ৷ প্রতিনিয়ত খবরও নেওয়া হচ্ছে ৷ এই মুহূর্তে সিরিয়ায় 90 জন ভারতীয় রয়েছে ৷ তাঁদের মধ্যে 14 জন রাষ্ট্রসংঘের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ৷ নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলা আমাদের প্রধান লক্ষ্য ৷"

বিগত প্রায় চার বছর ধরে (2020 সাল থেকে) ইদলিব প্রদেশের একটি অংশ থেকে সিরিয়া দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সশস্ত্র বিদ্রোহীরা ৷ গত সপ্তাহে দেশের উত্তর-পশ্চিম দিকে থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সেনার উপর অতর্কিত হামলা চালায় কট্টরপন্থী বিদ্রোহীরা ৷ একের পর এক প্রদেশ দখল করতে থাকে তারা ৷ এর ফলে সেই দেশে গৃহযুদ্ধ শুরু হয় ৷

বৃহস্পতিবার উত্তরের শহর হামা দখল করে নেয় বিদ্রোহীরা ৷ সূত্রের খবর, দামাস্কাস দখলের উদ্দেশে শুক্রবার থেকে ক্রমশ দক্ষিণের দিকে অগ্রসর হয়েছে বিদ্রোহীরা ৷ সেই কারণে, মধ্য সিরিয়ার শহর হোমস থেকে রাতারাতি পালিয়ে গিয়েছেন শতাধিক মানুষ ৷ তবে এখনও পর্যন্ত হোমস্ দখল করতে পারেনি সন্ত্রাসবাদীরা ৷ বিশেষজ্ঞদের মতে, হোমস্ দখল করলে কার্যত দুই ভাগে ভাগ হয়ে যাবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পরিচালিত সিরিয়া ৷

প্রসঙ্গত, 2011 সালে আসাদ সরকারের বিরুদ্ধে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন শুরু হয় । সেই আন্দোলন দমিয়ে দেন সিরিয়ার প্রেসডেন্ট ৷ সেই থেকে অশান্তির সূত্রপাত ৷ বিদ্রোহ পরবর্তীতে গৃহযুদ্ধের রূপ নেয় ৷ রাষ্ট্রসংঘের তথ্য় অনুযায়ী, এক দশকেরও বেশি সময় ধরে চলতে থাকা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন 3 লক্ষেরও বেশি সাধারণ মানুষ ৷ ঘরছাড়া হয়েছেন কয়েক লক্ষ মানুষ ৷

পড়ুন:ইতিবাচক উন্নয়ন সম্ভব ? মিশরির বাংলাদেশ সফরের আগে আশাবাদী দু'পক্ষই

ABOUT THE AUTHOR

...view details