পশ্চিমবঙ্গ

west bengal

ভারত বিশ্বকে 'বুদ্ধ দিয়েছে, যুদ্ধ' নয়; ভিয়েনায় বার্তা মোদির - PM Modi

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 2:02 PM IST

PM Modi in Austria: ভারত বিশ্বকে যুদ্ধ দেয়নি, বরং বুদ্ধ দিয়েছে ৷ ভিয়েনায় ভারতীয় প্রবাসীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ ভারত বিশ্বকে শান্তি ও সমৃদ্ধি দিয়েছে বলেও জানান তিনি ৷

PM Modi in Austria
ভিয়েনায় বার্তা মোদির (সৌ: এক্স হ্যান্ডেল)

ভিয়েনা, 11 জুলাই:ভারত বিশ্বকে 'বুদ্ধ' দিয়েছে, 'যুদ্ধ' নয় ৷ বুধবার অস্ট্রিয়া সফরে এমনটাই বলতে শোনা গেল নরেন্দ্র মোদিকে ৷ আর মোদির এই কথার স্পষ্ট অর্থ, ভারত বিশ্বকে সর্বদা শান্তি ও সমৃদ্ধি দিয়েছে ৷ একুশ শতকে দেশ এ ব্যাপারে আরও শক্তিশালী ভূমিকা নিতে চলেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ভিয়েনায় ভারতীয় প্রবাসীদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি ৷ আর সেই কনভেনশনেই তিনি জানান, ভারত বিশ্বের সেরা, সবচেয়ে উজ্জ্বল এবং সর্বোচ্চ মাইলফলকে পৌঁছনোর দিকে কাজ করছে। মোদি বলেন, "হাজার বছর ধরে, আমরা আমাদের জ্ঞান এবং দক্ষতা শেয়ার করে আসছি। আমরা যুদ্ধ করিনি, আমরা বিশ্বকে 'বুদ্ধ' দিয়েছি। ভারত সর্বদা শান্তি ও সমৃদ্ধি দিয়েছে ৷ ভারত তার শক্তিকে আরও শক্তিশালী করতে চলেছে।" মস্কো থেকে ভিয়েনা আসার পর মোদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খোঁজার গুরুত্বকেও তুলে ধরেন।

অস্ট্রিয়ায় তাঁর প্রথম সফরকে 'অর্থপূর্ণ' হিসেবে বর্ণনা করে মোদি বলেন, "40 বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী এই দেশে এসেছেন। এই দীর্ঘ অপেক্ষার ঐতিহাসিক অবসান হয়েছে। ভারত এবং অস্ট্রিয়া তাদের বন্ধুত্বের 75 বছর উদযাপন করছে ৷" 'মোদি, মোদি...' স্লোগানের মধ্যেই প্রধানমন্ত্রী বলেন, "ভারত এবং অস্ট্রিয়া ভৌগোলিকভাবে দুটি ভিন্ন প্রান্তের ৷ কিন্তু আমাদের অনেক মিল রয়েছে। গণতন্ত্র উভয় দেশকেই যুক্ত করেছে। আমাদের মূল্যবোধ হল স্বাধীনতা, সমতা, বহুত্ববাদ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা। আমাদের সমাজ বহুসাংস্কৃতিক এবং বহুভাষিক। বৈচিত্র্য, এবং এই মূল্যবোধগুলিকে প্রতিফলিত করার একটি বড় মাধ্যম হল নির্বাচন ৷"

সম্প্রতি সমাপ্ত হওয়া ভারতের লোকসভা নির্বাচনের কথা মনে করিয়ে মোদি বলেন, "650 মিলিয়ন মানুষ ভোট দিয়ে তাঁদের অধিকার প্রয়োগ করেছেন ৷ এত বড় নির্বাচনের ফল একদিনেই ঘোষণা করা হয়েছিল। এটি আমাদের নির্বাচনী পদ্ধতি এবং গণতন্ত্রের শক্তি ৷ জনগণ ধারাবাহিকতার পক্ষেই এবারও ভোট দিয়েছে ৷" একই সঙ্গে, তাঁকে ঐতিহাসিক তৃতীয় মেয়াদের জন্য মানুষ নির্বাচন করেছে বলেও জানান মোদি। তাঁর ভাষণে, প্রধানমন্ত্রী মোদি গত 10 বছরে দেশের অর্জিত পরিবর্তনমূলক অগ্রগতির কথা তুলে ধরেন ৷ আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানান, ভারত অদূর ভবিষ্যতে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ৷ 2047 সালের মধ্যে ভারত উন্নত দেশ হওয়ার পথে এগোচ্ছে।

তিনি বলেন, "ভারতের অর্থনীতি 8 শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। আজ, আমরা পঞ্চম স্থানে আছি ৷ শীঘ্রই, আমরা শীর্ষ তৃতীয় হব। আমি আমার দেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি ভারতকে শীর্ষ তিনটির মধ্যে একটি করে দেব। বিশ্বের অর্থনীতি আমরা শুধু শীর্ষ অবস্থানে পৌঁছানোর জন্য কাজ করছি না, আমাদের লক্ষ্য হল 2047 ৷" ভারত একটি উন্নত দেশ হিসাবে 2047 সালে স্বাধীনতার 100 বছর উদযাপন করবে বলেও জানান প্রধানমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details