টেক্সাস, 9 মার্চ: শুক্রবার টেক্সাসে মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়ল একটি হেলিকপ্টার ৷ টেক্সাসের ছোট্ট একটি শহর লা গ্রুলাতে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে ৷ যে ঘটনায় হেলিকপ্টারে থাকা তিন জনের মৃত্যু হয়েছে ৷ টেক্সাসের স্থানীয় প্রশাসনিক আধিকারিক স্টার কাউন্টি জজ এলয় ভেরা জানিয়েছেন, হেলিকপ্টারে থাকা চতুর্থ ব্যক্তি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷
জানা গিয়েছে, হেলিকপ্টারটিতে সওয়ার চার জনের মধ্যে এক মহিলা ছিলেন ৷ তবে, বর্ডার পেট্রোলের মুখপাত্র কোনও নির্দিষ্ট তথ্য় না আসা পর্যন্ত, কিছুই বলতে চাননি ৷ তবে, টেক্সাসের পাবলিক সেফটি বিভাগের আধিকারিক লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ নিশ্চিত করেছেন, যে লা গ্রুলাতে এই ঘটনাটি ঘটেছে ৷ পরবর্তী আর কোনও তথ্য ওই আধিকারিক জানাননি ৷ তবে, এই হেলিকপ্টার দুর্ঘটনা সম্পর্কে পরবর্তী তথ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রোটেকশন বিভাগের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছেন তিনি ৷
উল্লেখ্য, লা গ্রুলা টেক্সাসের রিও গ্র্যান্ডে ভ্যালিতে অবস্থিত ৷ স্টার কাউন্টি শেরিফের অফিস শুক্রবার ফেসবুকে পোস্ট করেছে এই ঘটনা নিয়ে ৷ সেখানে বলা হয়েছে, "এটি কাউন্টির পূর্ব দিকে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে ৷" এলয় ভেরা জানিয়েছেন, স্টার কাউন্টি শেরিফের তরফে দুর্ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে ৷ সঙ্গে স্থানীয় আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ৷ তবে, কী কারণ হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, তা জানা যায়নি ৷ এর জন্য কপ্টরের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে ৷ সেটি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে ৷ সেটি পরীক্ষা করেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে ৷
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে মেক্সিকো সীমান্তের কাছে স্টেট সীমানায় টহল দিচ্ছিল পাবলিক সেফটি বিভাগের একটি হেলিকপ্টার ৷ সেই সময় হঠাৎই হেলিকপ্টারের পাওয়ার বন্ধ হয়ে যায় ও সেটি ভেঙে পড়ে ৷ তবে, সেই ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ কপ্টারের কো-পাইলটের হাতে চোট লেগেছিল ৷ আর হেলিকপ্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ মূলত, কম উচ্চতায় থাকার ফলে সেক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটেনি ৷
আরও পড়ুন:
- প্রশিক্ষণ দেওয়ার সময় ফ্যানে যান্ত্রিক ত্রুটি, মাঠে এসে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার ; আহত 2 পাইলট
- রানওয়েতেই ভেঙে পড়ল নৌ-সেনার হেলিকপ্টার 'চেতক', মৃত এক সেনা আধিকারিক
- উইসকনসিনে দুটি পৃথক বিমান দুর্ঘটনায় মৃত 4, জখম 2