পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের চপার! 'নিখোঁজ' রাইসিকে নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী মোদির - Ebrahim Raisi Helicopter Missing - EBRAHIM RAISI HELICOPTER MISSING

Iranian President Ebrahim Raisi: হেলিকপ্টার অবতরণের সময় বিপত্তি! ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট যে হেলিকপ্টারে ছিলেন, তাতেই অবতরণের সময় এই বিপত্তি ঘটে। এই দুর্ঘটনার খবর পেতেই এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

Ebrahim Raisi
চপার অবতরণের সময় বিপত্তি! ইরানের প্রেসিডেন্ট রাইসিকে ঘিরে বাড়ছে আশঙ্কা (ইটিভি ভারত)

By PTI

Published : May 19, 2024, 9:27 PM IST

Updated : May 19, 2024, 11:08 PM IST

আজারবাইজান, 19 মে: হেলিকপ্টার অবতরণের সময় বিপত্তি! ওই হেলিকপ্টারে ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশের বিদেশমন্ত্রী । জানা গিয়েছে, হেলিকপ্টারটি কোনও রকমে অবতরণ করলেও সেটির ভিতরে থাকা ইরানের প্রেসিডেন্ট এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান কেমন রয়েছেন, সে সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-র পক্ষ থেকে শুধু এই টুকুই জানানো হয়েছে যে, প্রেসিডেন্ট যে হেলিকপ্টারে ছিলেন, তাতেই অবতরণের সময় এই বিপত্তি ঘটে। এখনও সবিস্তারে এ বিষয়ে কিছু জানানো হয়নি। এই দুর্ঘটনার খবর পেতেই নিজের এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, খারাপ আবহওয়ার কারণে হার্ড ল্যান্ডিং করতে বাধ্য হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। ঘটনাটি ইরানের রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমে প্রায় 600 কিলোমিটার (375 মাইল) দূরে আজারবাইজান দেশের সীমান্তবর্তী শহর জোলফার কাছে ঘটেছে। জানা গিয়েছে, আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধনের পর শহরে ফিরছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্টের সফরসঙ্গী ছিলেন সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান । ফেরার পথেই এই বিপত্তি ঘটে ৷

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি সে দেশের সরকারি এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে বলেন, "একাধিক উদ্ধারকারী দল এই অঞ্চলে অপেক্ষায় রয়েছে ৷ কারণ, খারাপ আবহাওয়া এবং চারিদিক কুয়াশাচ্ছন্ন হয়ে থাকার ফলে তাদের উদ্ধারকারী হেলিকপ্টারে দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারছে না। অঞ্চলটি যোগাযোগ করা কঠিন হচ্ছে। উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছনোর এবং এই সংক্রান্ত আরও তথ্য পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি ।"

শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ইরানের প্রেসিডেন্ট রাইসি, বিদেশমন্ত্রী আমিরাবদোল্লাহিয়ানকে উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে যাওয়া তিন সদস্যেরও কোনও খোঁজ মিলছে না ৷ ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে 'ক্র্যাশ' শব্দটি ব্যবহার করেছেন স্থানীয় এক সরকারি আধিকারিক । এর পর থেকেই ইরানের বিভিন্ন মহলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানের বর্তমান অবস্থা নিয়ে নানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে ৷ তবে ইরানের একটি সংবাদপত্রে ওই সরকারি আধিকারিক জানিয়েছেন যে, তিনি এখনও নিজে দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। যদিও ইতিমধ্যেই ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদসংস্থা আইআরএনএ দেশের সাধারণ মানুষের কাছে প্রেসিডেন্ট রাইসির জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছে।

এই দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আজ প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার ফ্লাইট সংক্রান্ত খবরে গভীরভাবে উদ্বিগ্ন! আমরা এই দুঃসময়ে ইরানি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের সুস্থতার জন্য প্রার্থনা করছি।"

আরও পড়ুন:

  1. টিট ফর ট্যাট ! কেন কয়েকশো মিসাইল-ড্রোন নিয়ে ইরান হামলা চালাল ইজরায়েলে ?
  2. হিজাব পরায় আপত্তি, মার্কিন সাংবাদিকের সাক্ষাৎকার বাতিল ইরানের প্রেসিডেন্টের
Last Updated : May 19, 2024, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details