আজারবাইজান, 19 মে: হেলিকপ্টার অবতরণের সময় বিপত্তি! ওই হেলিকপ্টারে ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশের বিদেশমন্ত্রী । জানা গিয়েছে, হেলিকপ্টারটি কোনও রকমে অবতরণ করলেও সেটির ভিতরে থাকা ইরানের প্রেসিডেন্ট এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান কেমন রয়েছেন, সে সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-র পক্ষ থেকে শুধু এই টুকুই জানানো হয়েছে যে, প্রেসিডেন্ট যে হেলিকপ্টারে ছিলেন, তাতেই অবতরণের সময় এই বিপত্তি ঘটে। এখনও সবিস্তারে এ বিষয়ে কিছু জানানো হয়নি। এই দুর্ঘটনার খবর পেতেই নিজের এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷
ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, খারাপ আবহওয়ার কারণে হার্ড ল্যান্ডিং করতে বাধ্য হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। ঘটনাটি ইরানের রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমে প্রায় 600 কিলোমিটার (375 মাইল) দূরে আজারবাইজান দেশের সীমান্তবর্তী শহর জোলফার কাছে ঘটেছে। জানা গিয়েছে, আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধনের পর শহরে ফিরছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্টের সফরসঙ্গী ছিলেন সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান । ফেরার পথেই এই বিপত্তি ঘটে ৷
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি সে দেশের সরকারি এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে বলেন, "একাধিক উদ্ধারকারী দল এই অঞ্চলে অপেক্ষায় রয়েছে ৷ কারণ, খারাপ আবহাওয়া এবং চারিদিক কুয়াশাচ্ছন্ন হয়ে থাকার ফলে তাদের উদ্ধারকারী হেলিকপ্টারে দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারছে না। অঞ্চলটি যোগাযোগ করা কঠিন হচ্ছে। উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছনোর এবং এই সংক্রান্ত আরও তথ্য পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি ।"