ওয়াশিংটন, 5 এপ্রিল:ভারতের দায়িত্বে থাকাশীর্ষকর্তার বক্তব্যের দায় নিল না আইএমএফ। ভারতের আর্থিক বৃদ্ধি কেমন হতে পারে তা নিয়ে নিজের অনুমান প্রকাশ্যে এনেছিলেন কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যন। সংস্থার তরফে ভারতের এক্সিকিউটিভ ডিরেক্টরের মতো গুরু দায়িত্ব সামলান এই কৃষ্ণমূর্তি। স্বশাসিত সংস্থা জানিয়েছে, আর্থিক বৃদ্ধি সংক্রান্ত যে বক্তব্য তিনি রেখেছিলেন তার সঙ্গে আইএমএফের কোনও যোগ নেই ৷ উল্লেখ্য, কৃষ্ণমূর্তি আইএমএফে ভারতের প্রতিনিধি এবং 2022 সালে তিনি আইএমএফ এক্সিকিউটিভ বোর্ডের ডিরেক্টর মনোনীত হয়েছিলেন ৷
গত 28 মার্চ কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যন দিল্লিতে একটি অনুষ্ঠানে বলেছিলেন, 2047 সালের মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধি 8 শতাংশ হয়ে যেতে পারে ৷ যা সাম্প্রতিক সময়ে আইএমএফের প্রকাশিত ভারতের আর্থিক বৃদ্ধির হারের তুলনায় অনেকটাই বেশি ৷ কৃষ্ণমূর্তির বক্তব্য ছিল, "গত 10 বছরে ভারতে একটি নির্দিষ্ট হারে আর্থিক বৃদ্ধি দেখা গিয়েছে। গত 10 বছরে দেশে বেশ কিছু কার্যকর নীতি নিয়েছে। সেগুলির বাস্তবায়নও হয়েছে। আর্থিক ক্ষেত্রে সংস্কারও হয়েছে। এভাবে এগিয়ে গেলে এবং কয়েকটি বিষয়ে আরও খানিকটা উন্নতি করলে 2047 সাল পর্যন্ত আর্থিক বৃদ্ধির হার 8 শতাংশ পর্যন্ত হতে পারে ৷"