পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ফের ভূমিকম্প জাপানে, কম্পনের মাত্রা 5.9 ! সুনামির আশঙ্কা ? - Earthquake in Japan

Earthquake in Japanese Region Ishikawa: ফের কেঁপে উঠল জাপান ৷ সোমবার সকালে কেঁপে উঠল দেশটির উত্তর-মধ্যর ইশিকাওয়া অঞ্চল ৷ কম্পনে ভেঙে গিয়েছে দুটি বাড়ি ৷ তবে সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা ৷

Earthquake in Japanese Region Ishikawa
ফের কেঁপে উঠল জাপান (প্রতীকী চিত্র)

By PTI

Published : Jun 3, 2024, 8:09 AM IST

Updated : Jun 3, 2024, 10:26 AM IST

টোকিয়ো, 3 জুন: জাপানে ফের ভূমিকম্প ৷ সোমবার সকালে কেঁপে উঠল দেশটির উত্তর-মধ্য অঞ্চলের ইশিকাওয়া ৷ গত জানুয়ারিতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান ৷ কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷ সেই ক্ষতির ধাক্কা পেরিয়ে এখনও বেরিয়ে আসতে পারেনি দেশটি ৷ তার মধ্যেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি ৷ যদিও সোমবার তেমন কোনও ক্ষতির খবর এখনও মেলেনি ৷

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, নোটো দ্বীপের উত্তরের অংশে প্রথমে 5.9 মাত্রার একটি কম্পনঅনুভূত হয় ৷ কয়েক মিনিট পরে 4.8 মাত্রার আরও একটি কম্পন হয় ৷ তারপরে পরবর্তী দু'ঘন্টার মধ্যে কয়েকটি ছোট ভূমিকম্প অনুভূত হয় । কম্পনে ভেঙে পড়ে দুটি বাড়ি ৷ তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ সেইসঙ্গে সুনামির কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে সে দেশের আবহাওয়া সংস্থা ৷

জেএমএ সিসমোলজি এবং সুনামি বিষয়ক আধিকারিক সাতোশি হারাদা জানান, সোমবারের ভূমিকম্পগুলিকে গত 1 জানুয়ারিতে হওয়া 7.6 মাত্রার ভূমিকম্পের আফটার শক বলে মনে করা হচ্ছে । কম্পনের মাত্রা কমলেও দেশবাসীকে সতর্ক থাকার জন্য বলেছেন হারাদা ৷ বিশেষত, গত ভূমিকম্পে যে সমস্ত এলাকায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে, সেই এলাকার বাসিন্দাদের আরও বেশি সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি ৷

পশ্চিম জাপান রেলওয়ে কোম্পানি জানায়, ভূমিকম্পের কারণে শিনকানসেন সুপার এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন চলাচল স্থগিত করা হয় ৷ অবশ্য পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রেল পরিষেবা ফের চালু হয়ে যায় ৷ উল্লেখ্য, নোটো দ্বীপের কাছে দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ৷ ভূমিকম্পে সেখানে কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি ৷ তবে নোটো দ্বীপের শিকা প্ল্যান্টের সামান্য ক্ষতি হয়েছে ৷ বিদ্যুৎ পরিষেবারও তেমন কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছে হোকুরিকু ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি ৷

গত 1 জানুয়ারীর ভূমিকম্পে 241 জনের মৃত্যু হয় । কম্পনের কারণে ক্ষয়ক্ষতির ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি জাপান ৷ বাসিন্দাদের এখনও সরানোর কাজ চলছে সেখানে ৷ এই আবহে ফের ভূমিকম্পে আতঙ্কিত সেখানকার মানুষজন ৷

Last Updated : Jun 3, 2024, 10:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details