ওহিও, 17 মার্চ: সমাজকে সুরক্ষিত রাখতে পারেন শুধুই প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জে বাইডেন নন ৷ এমনটাই দাবি করেছেন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ৷ শুধু তাই নয়, নভেম্বরের প্রেসিডেনশিয়াল নির্বাচনে তিনি যদি পরাজিত হন, তাহলে রক্তবন্যা বয়ে যাবে ৷ শনিবার ওহিওর মোরেনোয় হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ৷ এদিন তিনি সেনেট প্রার্থীর হয়ে প্রচার করছিলেন ৷
সম্প্রতি ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ আগামী 5 নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ 2020 সালের পর আরও একবার মুখোমুখি হবে এই দুই প্রতিদ্বন্দ্বী ৷ ঠিক এমন ঘটনা ঘটেছিল 68 বছর আগে ৷ 1952 সালে রিপাবলিকাল প্রার্থী ডি আইজেনহাওয়ার ডেমোক্র্যাট প্রার্থী আডলাই স্টিভেনসনকে পরাজিত করে আমেরিকার প্রেসিডেন্ট হন ৷ এর 4 বছর পর 1956 সালে ফের মুখোমুখি হন আইজেনআওয়ার ও স্টিভেনসন ৷ আর সেবার আগের তুলনায় আরও বেশি ভোটে জয়ী হয়ে ফের আমেরিকার প্রেসিডেন্ট হন আইজেনহাওয়ার ৷