পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ট্রাম্পকে হত্য়ার চেষ্টা, বাইডেন ও হ্যারিসের প্রতিক্রিয়া - Trump Assassination Attempt

Biden and Harris on Trump Attack: গলফ ক্লাবের হামলায় সুস্থ আছেন ট্রাম্প ৷ খবর পেয়ে স্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ৷ ঘটনার সম্পূর্ণ তদন্ত করা হবে বলে আশ্বস্ত করলেন দু'জনেই ৷

Biden and Harris on Trump Attack
ট্রাম্পের হত্য়ার চেষ্টা, বাইডেন-হ্যারিসের প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 10:44 AM IST

ওয়াশিংটন, 16 সেপ্টেম্বর:সুস্থ আছেন ট্রাম্প ৷ খবর পেয়ে স্বস্তি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সেই সঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, দেশে রাজনৈতিক কিংবা অন্য হিংসার কোনও স্থান নেই ৷ ফ্লোরিডার পাম বিচের গলফ ক্লাবে ট্রাম্পের উপর হামলার পর জানান বাইডেন ৷

মার্কিন স্থানীয় সময় অনুযায়ী, রবিবার বিকেলে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপার্থীর উপর হামলা করা হয় ৷ প্রাথমিক তদন্তের পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, তাঁকে হত্যার করার উদ্দেশেই এই হামলা ৷ ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতারও করেছে এফবিআই আধিকারিকরা ৷ তবে সুস্থ আছেন ট্রাম্প ৷ আর সেই খবর পাওয়ার পরই একটি বিবৃতি প্রকাশ করেছেন বাইডেন ৷

বাইডেন লেখেন, "গোয়েন্দা সংস্থার কাছে ঘটনা প্রসঙ্গে বিস্তারে জানতে পেরেছি ৷ ঘটনার তদন্ত ও প্রাক্তন প্রেসিডেন্টকে সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে হোয়াইট হাউসের তরফে ৷ ইতিমধ্যেই মার্কিন সিক্রেট সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়েছে ৷" তিনি আরও লেখেন, "হামলায় প্রাক্তন প্রেসিডেন্ট সুস্থ আছে শুনে আমি নিশ্চিন্তবোধ করছি ৷ ঘটনায় তদন্ত চলছে ৷ আমি আগেও বলেছি, আবারও বলছি ৷ কোনও রকমের হিংসাকে এই দেশের সরকার প্রশয় দেয় না ৷"

জানা গিয়েছে, রবিবারই সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন এফবিআই আধিকারিকরা ৷ সূত্রের খবর, 58 বছর বয়সি ওই ব্য়ক্তির নাম রায়ান ওয়েসলি রুথ ৷ ঘটনাস্থল থেকে একটি AK-47 বন্দুকও উদ্ধার করা হয়েছে ৷ যদিও কী কারণে এই হামলা, তা এখনও জানা যায়নি ৷ তবে হামলার পরই সমর্থকদের আশ্বস্ত করতে একটি ইমেল করেন ট্রাম্প ৷ সেখানে লেখেন, তিনি সুস্থ আছেন ৷ সেই সঙ্গে আরও লেখেন, "এই সমস্ত হামলা আমাকে দমাতে পারবে না ৷ আমি এত সহজে হাল ছাড়ব না ৷"

এদিকে, ট্রাম্পের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী তথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন তিনি ৷ লেখেন, "প্রাক্তন প্রেসিডেন্টের ক্লাবের কাছে গুলি চলার খবর পেয়েছি ৷ তবে তিনি সুস্থ আছেন শুনে খুশি হয়েছি ৷ আমেরিকায় হিংসার কোনও স্থান নেই ৷" হোয়াইট হাউসের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের গোয়েন্দা বিভাগকে ৷ সেই সঙ্গে, ট্রাম্প এবং তাঁর পরিবারের সুরক্ষা নিশ্চিত করারও দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ৷

ABOUT THE AUTHOR

...view details