ওয়াশিংটন, 20 জানুয়ারি: প্রতি চার বছর অন্তর আমেরিকার প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন জাঁকজমকপূর্ণ, দীর্ঘস্থায়ী একটি অনুষ্ঠানের মাধ্যমে। এমন জাঁকজমকপূর্ণ শপথ গ্রহণ অনুষ্ঠানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পকে৷ ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের অনুষ্ঠানে চোখ রয়েছে বিশ্বের প্রায় সমস্ত দেশের কোটি কোটি মানুষের ৷
আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার, 20 জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন এবং জেডি ভ্যান্স তাঁর ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। রবিবারই শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর শুরু হয়েছে সোমবারের অনুষ্ঠানের প্রস্তুতি ও উদযাপন। উদ্বোধনী অনুষ্ঠানে মোট 18টি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিনটি 'অফিসিয়াল প্রোগ্রাম' রয়েছে যাতে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের অতিথিরা:
ডোনাল্ড ট্রাম্প অনেক টেক জায়ান্টকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিলিয়নেয়ার ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জুকারবার্গের পাশাপাশি চিনা সোশ্যাল মিডিয়া জায়ান্ট টিকটকের প্রধান শ চিউও এই অনুষ্ঠানে যোগ দেবেন। সমস্ত জীবিত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট - বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা - এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ট্রাম্পের অতিথিদের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানিও।
মার্কিন প্রেসিডেন্টের শপথ:
মার্কিন সংবিধান অনুযায়ী, প্রতিটি নতুন প্রেসিডেন্টর মেয়াদ 20 জানুয়ারি দুপুরে (অথবা যদি রবিবার হয় তার পরের দিন) শুরু হয় এবং প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করতে হবে। সাম্প্রতিক বছরগুলিতে, প্রেসিডেন্টরা ক্যাপিটলের ওয়েস্ট লনের একটি বিশাল অস্থায়ী মঞ্চ থেকে শপথ গ্রহণ করেছেন। এই বছর, কড়া ঠান্ডার পূর্বাভাসের কারণে, এই অনুষ্ঠান ক্যাপিটল রোটান্ডার ভিতরে অনুষ্ঠিত হবে।
ভারতীয় সময় অনুযায়ী, সোমবার রাত সাড়ে 10টায় ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মার্কিন প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণের পর উদ্বোধনী ভাষণও দেবেন নতুন প্রেসিডেন্ট। এই ভাষণে তিনি আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরবেন। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আজ শপথ নেবেন।