সান্তিয়াগো, 6 ফেব্রুয়ারি: আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে জঙ্গলের বিস্তীর্ণ এলাকা ৷ মধ্য চিলির দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 123 ৷ জঙ্গলের আগুনে মৃতদের জন্য দু'দিনের জাতীয় শোকপালন চলছে দেশে ৷ এখনও নিখোঁজ বহু মানুষ ৷ তাদের সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল ৷
বিগত বেশ কিছুদিন ধরেই মধ্য চিলির জঙ্গলে আগুন জ্বলছিল ৷ সোমবার সকালে সেই আগুন নিয়ন্ত্রণে আনে দেশের দমকলবাহিনী ৷ জানা গিয়েছে, শুক্রবার আগুন লাগে ৷ সেই থেকে আগুন জ্বলছিল ৷ শুক্রবার পূর্বদিকের ভিনা ডেল মার শহরে আগুন লাগে ৷ রবিবার দেশের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জানিয়েছেন, ভালপারাইসো এলাকার দু'টি শহর কুইলপে এবং আলেমানার অবস্থা খুবই খারাপ ৷ কমপক্ষে 3 হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ দক্ষিণ আমেরিকার চিলিতে এই বিধ্বংসী আগুনের জেরে সোমবার বিকেলে আরও 10 জনের মৃতদেহ উদ্ধার হয়, জানিয়েছেন চিলির ফরেন্সিক মেডিক্যাল সার্ভিসের প্রধান মারিসোল প্রাদো ৷
দক্ষিণ আমেরিকার মধ্য চিলির জঙ্গলে ভয়াবহ আগুন তিনি আরও জানিয়েছেন, বহু মৃতদেহ এমনভাবে পুড়ে গিয়েছে যে তা শনাক্ত করাই মুশকিল ৷ তবে ফরেন্সিক কর্মীরা নিখোঁজদের পরিবার-পরিজনের জেনেটিক নমুনা সংগ্রহ করছেন ৷ ভিনা ডেল মার শহরের মেয়র মাকারেনা রিপোমন্টি জানিয়েছে, 3 লক্ষ মানুষের বাস এই শহরে ৷ এর মধ্য়ে অন্ততপক্ষে 370 জনের সন্ধান পাওয়া যাচ্ছে না ৷
ভিনা ডেল মারের পূর্বে পাহাড়ের উপর যে বাড়িগুলি তৈরি হয়েছিল, সেগুলি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে ৷ এর মধ্যে বহু রিসর্টও আছে ৷ শুষ্ক আবহাওয়া, ঝোড়ো হাওয়া আর কম আর্দ্রতার কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছিল ৷ শহরের স্কুলগুলি-সহ অন্য কিছু প্রাতিষ্ঠানিক বাড়িগুলিতে বহু মানুষ আশ্রয় নিয়েছে ৷ সেখানে তাদের ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে ৷
আরও পড়ুন:
- চিলির জঙ্গলে বিধ্বংসী দাবানল, মৃত কমপক্ষে 46
- দাউ দাউ করে জ্বলছে বন, দাবানলের খবর আগেভাগে জানাতে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
- মৃত বেড়ে 93, শতাব্দীর সবচেয়ে বড় দাবানলে হাওয়াই যেন মৃত্যুপুরী!