পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

চিলিতে বিধ্বংসী দাবানলে মৃত বেড়ে 123, দেশজুড়ে দু'দিনের জাতীয় শোক - Chile Wildfire

Chile's wildfires: চিলির দাবানলে মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে ৷ বহু মানুষ নিখোঁজ ৷ মৃতদেহগুলি এমনভাবে পুড়ে গিয়েছে যে তা শনাক্ত করা মুশকিল হয়ে পড়েছে ৷ শোকপালন চলছে দেশজুড়ে ৷

ETV Bharat
চিলিতে দাবানলে পুড়ে ছাই বিস্তীর্ণ এলাকা

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 9:31 AM IST

সান্তিয়াগো, 6 ফেব্রুয়ারি: আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে জঙ্গলের বিস্তীর্ণ এলাকা ৷ মধ্য চিলির দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 123 ৷ জঙ্গলের আগুনে মৃতদের জন্য দু'দিনের জাতীয় শোকপালন চলছে দেশে ৷ এখনও নিখোঁজ বহু মানুষ ৷ তাদের সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল ৷

বিগত বেশ কিছুদিন ধরেই মধ্য চিলির জঙ্গলে আগুন জ্বলছিল ৷ সোমবার সকালে সেই আগুন নিয়ন্ত্রণে আনে দেশের দমকলবাহিনী ৷ জানা গিয়েছে, শুক্রবার আগুন লাগে ৷ সেই থেকে আগুন জ্বলছিল ৷ শুক্রবার পূর্বদিকের ভিনা ডেল মার শহরে আগুন লাগে ৷ রবিবার দেশের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জানিয়েছেন, ভালপারাইসো এলাকার দু'টি শহর কুইলপে এবং আলেমানার অবস্থা খুবই খারাপ ৷ কমপক্ষে 3 হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ দক্ষিণ আমেরিকার চিলিতে এই বিধ্বংসী আগুনের জেরে সোমবার বিকেলে আরও 10 জনের মৃতদেহ উদ্ধার হয়, জানিয়েছেন চিলির ফরেন্সিক মেডিক্যাল সার্ভিসের প্রধান মারিসোল প্রাদো ৷

দক্ষিণ আমেরিকার মধ্য চিলির জঙ্গলে ভয়াবহ আগুন

তিনি আরও জানিয়েছেন, বহু মৃতদেহ এমনভাবে পুড়ে গিয়েছে যে তা শনাক্ত করাই মুশকিল ৷ তবে ফরেন্সিক কর্মীরা নিখোঁজদের পরিবার-পরিজনের জেনেটিক নমুনা সংগ্রহ করছেন ৷ ভিনা ডেল মার শহরের মেয়র মাকারেনা রিপোমন্টি জানিয়েছে, 3 লক্ষ মানুষের বাস এই শহরে ৷ এর মধ্য়ে অন্ততপক্ষে 370 জনের সন্ধান পাওয়া যাচ্ছে না ৷

ভিনা ডেল মারের পূর্বে পাহাড়ের উপর যে বাড়িগুলি তৈরি হয়েছিল, সেগুলি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে ৷ এর মধ্যে বহু রিসর্টও আছে ৷ শুষ্ক আবহাওয়া, ঝোড়ো হাওয়া আর কম আর্দ্রতার কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছিল ৷ শহরের স্কুলগুলি-সহ অন্য কিছু প্রাতিষ্ঠানিক বাড়িগুলিতে বহু মানুষ আশ্রয় নিয়েছে ৷ সেখানে তাদের ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. চিলির জঙ্গলে বিধ্বংসী দাবানল, মৃত কমপক্ষে 46
  2. দাউ দাউ করে জ্বলছে বন, দাবানলের খবর আগেভাগে জানাতে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
  3. মৃত বেড়ে 93, শতাব্দীর সবচেয়ে বড় দাবানলে হাওয়াই যেন মৃত্যুপুরী!

ABOUT THE AUTHOR

...view details