পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

উপন্যাসে মহাকাশের রহস্যভেদ ! বুকার পেলেন ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভে - SAMANTHA HARVEY WINS BOOKER PRIZE

উপন্যাসে উঠে এসেছে আকাশপথের রহস্য ৷ ‘অরবিটাল’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার গেল ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভের ঝুলিতে ৷

British Writer Samantha Harvey's Space-Station Novel 'Orbital' Wins The Booker Prize For Fiction
বুকার পেলেন ব্রিটিশ লেখিকা সামান্থা হারভে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 1:01 PM IST

লন্ডন, 13 নভেম্বর: বিশ্বে সাড়া ফেলেছে ‘অরবিটাল’ ৷ আন্তর্জাতিক স্পেস স্টেশন এবং আকাশপথের রহস্যে মোড়া উপন্যাসের জন্য বুকার পেলেন ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভে ৷ পেপারব্যাক সংস্করণে বইটি মাত্র 136 পৃষ্ঠার ৷ এটিই সংক্ষিপ্ততম উপন্যাস যা স্রষ্ঠাকে বুকার এনে দিল ৷ 156টি উপন্যাসের মধ্যে থেকে তাঁর লেখাকেই শ্রেষ্টত্বের মুকুট পরিয়েছে বুকার প্যানেল ৷

50 হাজার পাউন্ড পুরস্কারমূল্য পেয়েছেন তিনি ৷ পুরস্কার জিতে হার্ভের প্রতিক্রিয়াও সাড়া ফেলেছে ৷ তিনি বলেন, ‘‘কিছুটা কর দেব ৷ একটা নতুন বাইক কিনব ৷ আর আমি জাপান যেতে চাই ৷’’

গোড়ার কথা...

কোভিড-19 অতিমারি কালে শুরু হয়েছিল লকডাউন ৷ সেসময়ই গৃহবন্দি অবস্থায় উপন্যাস লেখার কাজে হাত দেন তিনি ৷ সামান্থা বলেন, ‘‘মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকানোর মতো একটি শিশু আয়নায় তাকিয়ে প্রথমবারের মতো বুঝতে পারে যে আয়নায় থাকা প্রতিচ্ছবিটি তাঁর নিজের ৷’’ মহাকাশচারীদের লেখা বিভিন্ন বই পড়ে এবং মহাকাশ গবেষণাকেন্দ্রের লাইভ দেখে উপন্যাস নিয়ে গবেষণা শুরু করেছিলেন তিনি ।

বই পড়ে অনেকেই পাঠ প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছিলেন, জলবায়ু পরিবর্তন তাঁর বইয়ে অনেকখানি জায়গা করে নিয়েছে ৷ হার্ভে জানান, তাঁর উপন্যাসটি ‘জলবায়ু পরিবর্তন’ বিষয়ক নয়, তবে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের সত্য তিনি এড়িয়ে যেতে পারেননি ।

পাঁচ সদস্যের বিচারক প্যানেলের সভাপতিত্ব করেছেন লেখক এবং শিল্পী এডমন্ড ডি ওয়াল ৷ তিনি ‘অরবিটাল’কে একটি ‘অলৌকিক উপন্যাস’ বলে অভিহিত করেছেন ৷ তিনি বলেন, ‘‘এই উপন্যাস আমাদের বিশ্বকে নতুন করে তুলে ধরেছে । বহু অচেনা এবং অদেখা, যা আমাদের চারপাশে রয়েছে, তা এই উপন্যাসে ছবির মতো ফুঁটে উঠেছে ৷’’ বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান গ্যাবি উড বলেন, ‘‘ভূ-রাজনৈতিক সঙ্কটেরর মাঝে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে চলতি বছর ৷ সেই প্রেক্ষিতে এই বইটি আশাজনক, সময়োপযোগী এবং একইসঙ্গে সময়হীন ।’’

নিজের কর্মজীবনে এযাবৎ চারটি উপন্যাস এবং অনিদ্রা সম্পর্কে একটি স্মৃতিকথা লিখেছেন হার্ভে ৷ 2020 সালের পর তিনিই প্রথম ব্রিটিশ লেখক যিনি বুকার জিতেছেন, 2019 সালের পর প্রথম মহিলা ৷ এর আগে ইয়ান ম্যাকইওয়ান, মার্গারেট অ্যাটউড, সলমন রুশদি এবং হিলারি ম্যান্টেলের মতো লেখকরা এই পুরস্কার জিতেছেন ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details