পশ্চিমবঙ্গ

west bengal

'দেশের অর্থনীতিতে গতি ফিরুক', লক্ষ্য বাংলাদেশের প্রাক্তন ব্যাঙ্ক গভর্নরের - Bangladesh Interim Government

By PTI

Published : Aug 11, 2024, 12:47 PM IST

Bangladesh Interim Finance Adviser: আন্দোলনের চাপে হাসিনা সরকারের পতন হয়েছে ৷ দেশে এখন নয়া অন্তর্বর্তী সরকার ৷ এই সরকারের অর্থনৈতিক উপদেষ্টা জানালেন, বাংলাদেশের অর্থনীতিকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে ৷

Bangladesh Economy to bring back to track
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দিচ্ছে নয়া অন্তর্বর্তী সরকার (নিজস্ব ছবি)

ঢাকা, 11 অগস্ট: দেশের অর্থনীতি যেন থমকে না যায় ৷ তাকে দ্রুত মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে ৷ অন্তর্বর্তী সরকারের প্রথম লক্ষ্য এটাই, জানালেন বাংলাদেশের নয়া সরকারের অর্থনৈতিক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ৷

5 অগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়ে ৷ আওয়ামী লীগ সরকারের পতন হয় ৷ বৃহস্পতিবার, 8 অগস্ট মহম্মদ ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার 16 জন শপথ নেন ৷ তাঁদের মধ্যে অন্যতম সালেহউদ্দিন আহমেদ ৷ তিনি বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ৷

বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ার পর শনিবারই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ দেশের সরকার চালিত সংবাদমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা আহমেদকে উদ্ধৃত করে জানিয়েছে, সেন্ট্রাল ব্যাঙ্কের কার্যপ্রক্রিয়া শুরুর আগে বাংলাদেশের ব্যাঙ্কের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনাটা এখন সরকারের কাছে সবচেয়ে জরুরি ৷ তারপর অর্থনৈতিক সংস্কার ৷

খবরে প্রকাশিত, সালেহউদ্দিন আহমেদ বলেন, "নানাবিধ কারণে দেশে অর্থনৈতিক মন্দা চলছে ৷ আমাদের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে ৷ যদি অর্থনৈতিক গতি কোনওভাবে অবরুদ্ধ হয়ে যায়, সেখান থেকে তার গতি পুনরুদ্ধার করা অসম্ভব হয়ে উঠবে ৷ আমরা সেই অবস্থা চাই না ৷"

ঢাকা ট্রিবিউন সংবাদপত্রে অর্থনৈতিক উপদেষ্টার উদ্ধৃতি উল্লেখ করে জানিয়েছে, "অনেকগুলো কারণে অর্থনৈতিক সমস্যা তৈরি হয়েছে ৷ ব্যাঙ্কিং সেক্টরগুলোয়, মুদ্রাস্ফীতি এবং অন্য অনেক জটিলতা রয়েছে ৷ আমাদের যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে ৷ এই সময়টা শুধু আইন ও শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য নয়, ব্যাঙ্কগুলিকে চালু করা, বন্দরগুলিকে সচল করা ৷ সবকিছুকেই সমান গুরুত্ব দিতে হবে ৷" তবে ব্যাঙ্কিং সেক্টরগুলোয় প্রাথমিক কাজকর্ম আরম্ভ করতে খুব একটা সময় লাগবে না, আশাবাদী আহমেদ ৷

এই প্রসঙ্গে তিনি বলেন, "কাজকর্ম তো হচ্ছে ৷ তবে মাঝে তা গতি হারিয়েছিল ৷ আমরা ফের তাতে গতি ফিরিয়ে আনব ৷" মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জোর দিয়ে জানান, এই সরকার ন্যায্য ও সমানাধিকারের ভিত্তিতে সমাজ গড়তে চায় ৷

শুক্রবার বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর আবদুর রৌফ তালুকদার ব্যক্তিগত কারণ দর্শিয়ে ইস্তফা দিয়েছেন ৷ শনিবার আন্দোনকারী পড়ুয়াদের চাপের মুখে পদত্যাগ করেছেন দেশের প্রধান বিচারপতি ওবাইদুল হাসান ৷

ABOUT THE AUTHOR

...view details