পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আমেরিকায় আগুনে পুড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু, সাহায্যের আশ্বাস দূতাবাসের

Indian National Dies in Fire: আমেরিকায় হার্লেনে ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু ৷ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে 27 বছর বয়সি ওই যুবকের ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ও সাহায্যের আশ্বাস দিয়েছে নিউইয়র্কে থাকা ভারতীয় দূতাবাস ৷

Indian National Dies
ভারতীয় নাগরিকের মৃত্যু

By ANI

Published : Feb 25, 2024, 2:05 PM IST

নিউইয়র্ক, 25 ফেব্রুয়ারি:নিউইয়র্কের হার্লেনে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাণ কাড়ল 27 বছর বয়সি এক ভারতীয় নাগরিকের । নিহতের নাম ফাজিল খান । নিউইয়র্কে থাকা ভারতীয় দূতাবাস এই ঘটনায় শোকপ্রকাশ করেছে এবং বলেছে যে দূতাবাস ফাজিলের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে । ভারতীয় দূতাবাস সোশাল মিডিয়ায় লিখেছে, " নিউইয়র্কের হার্লেনে অগ্নিকাণ্ডে 27 বছর বয়সি ভারতীয় নাগরিক ফাজিল খানের মৃত্যুর বিষয়ে জানতে পেরে আমরা দুঃখিত । ভারতীয় দূতাবাস ফাজিল খানের পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছে । আমরা তাদের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব । ভারতে ফাজিলের দেহ নিয়ে যাওয়ার জন্য সব ধরনের সহায়তা করা হবে ৷"

নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) মতে, লিথিয়াম-আয়ন ব্যাটারির কারণে শুক্রবার হার্লেন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে ৷ জানা গিয়েছে, এই ঘটনায় 17 জন আহত এবং বহু লোককে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । প্রত্যক্ষদর্শী অ্যাঞ্জি ব়্যার্চফোর্ড বলেন, " বিল্ডিংয়ের উপরের দিকে আগুন লাগে ৷ মানুষ ভয়ে হুড়োহুড়ি করে বিল্ডিং থেকে বেরিয়ে আসছিল । অনেকে আবার প্রাণের ভয়ে জানালা থেকে লাফ দেয় ।"

এ দিকে দমকলের আধিকারিকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে 18 জনকে উদ্ধার করা হয়েছে । তাঁদের মধ্যে 12 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ চারজনের অবস্থা গুরুতর ৷ আগুন লাগার ঘটনার পর বিল্ডিংয়টি খালি করে দেওয়ার আদেশ জারি করা হয় এবং রেড ক্রসের কাছাকাছি একটি স্কুলে অস্থায়ীভাবে আবাসনের লোকেদের রাখা হয় ৷

সূত্রের খবর, বিল্ডিংয়ের তৃতীয় তলায় আগুন লেগেছিল ৷ সেখানে অ্যাপার্টমেন্টের একটি দরজা খোলা রেখে দেওয়া হয়েছিল । আগুন এতটাই তীব্র ছিল লেলিহান শিখা সেই দরজা থেকে বাইরে বেরিয়ে আসে এবং সিঁড়িটি অবরুদ্ধ হয়ে যায় ৷ 2023 সালে লিথিয়াম-আয়ন ব্যাটারির কারণে শহরে 267টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ৷ যাতে 150 জন আহত এবং 18 জনের মৃত্যু হয়েছে । সোমবার পর্যন্ত এই বছরে এখনও পর্যন্ত 24টি লিথিয়াম-আয়ন ব্যাটারির ফলে আগুনের ঘটনা ঘটেছে ৷ যেখানে আটজন আহত হয়েছে ৷ এমনটাই জানা গিয়েছে সিবিএস নিউজের রিপোর্ট অনুসারে ।

(সংবাদ সংস্থা-এএনআই)

আরও পড়ুন:

  1. বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ, সিঙ্গাপুরে ভারতীয় নাগরিকের 16 বছরের জেল
  2. মেক্সিকোয় ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা ছিনতাইকারীদের, আহত এক
  3. ভারতীয় নাগরিকদের কানাডা ভ্রমণে বিশেষ নির্দেশিকা জারি বিদেশমন্ত্রকের

ABOUT THE AUTHOR

...view details