ব্যাংকক, 22 মে:মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি ! সিঙ্গাপুর থেকে লন্ডনগামী বিমানে এয়ার টার্বুলেন্সের ঘটনায় মৃত্যু হল এক যাত্রীর ৷ মঙ্গলবার ভারত মহাসাগরের উপর এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে বিমানটি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্রিটিশ নাগরিকের, আহত হয়েছেন কমপক্ষে 30 জন যাত্রী ৷ বিপদ বুঝে ব্যাংককে বিমানটির জরুরি অবতরণ করা হয়েছে ৷
বিমান সংস্থার পক্ষ থেকে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়েছে, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে বোয়িং-777 বিমানটি যাত্রা শুরু করে ৷ বিমানে 211 জন যাত্রী এবং 18 জন ক্রু ছিলেন ৷ এয়ার টার্বুলেন্সে পড়ায় বিমানটিকে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে ৷ ঘটনায় মৃত ব্রিটিশ নাগরিকের বয়স 73 বছর ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷ আহতদের মধ্যে 16জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হলেও, বাকি 14 জনকে বিমানবন্দরে চিকিৎসা করা হয়েছে ৷
ঘটনার বিবরণ দিয়েই এক ব্রিটিশ যাত্রী অ্যান্ড্রু ডেভিস স্কাই নিউজকে বলেন, "যে সমস্ত যাত্রীদের সিট বেল্ট ছিল না তাঁরাই আহত হয়েছেন ৷ যাঁরা সিটবেল্ট পড়ে ছিলেন তাঁদের কোনও বিপত্তি হয়নি ৷" কয়েকজনের মাথায় আঘাত লেগেছে ৷ আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ নিহত ওই ব্রিটিশ নাগরিককে পরীক্ষার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷