পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 8:29 PM IST

Updated : Apr 7, 2024, 11:07 AM IST

ETV Bharat / health

স্বাস্থ্যই সম্পদ, সচেতনতার বার্তা আইনজীবী থেকে চিকিৎসকের - WORLD HEALTH DAY 2024

WORLD HEALTH DAY- স্বাস্থ্য যখন সম্পদ, তখন তা ভালো রাখার অধিকারও আপনার ৷ তা ভালো রাখতে গিয়ে সঠিক পরিষেবা পাওয়া, সেটাও পড়ে অধিকারের মধ্যেই ৷ বিশ্ব স্বাস্থ্য দিবসে সেই অধিকার নিয়ে সচেতন করলেন হাইকোর্টের আইনজীবী ও মেজর তথা উডল্যান্ড-আরসিবির কার্ডিয়োলজিস্ট নারায়ণ ভট্টাচার্য ৷

WORLD HEALTH DAY 2024
'আপনার স্বাস্থ্য-আপনার অধিকার'

হায়দরাবাদ, 7 এপ্রিল: 'আপনার স্বাস্থ্য, আপনার অধিকার' ৷ এই থিম নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ৷ স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করতে এই দিনটি পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে ৷ সচেতন করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ও সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর তথা উডল্যান্ড-আরসিবির কার্ডিয়োলজিস্ট-চিকিৎসক নারায়ণ ভট্টাচার্য ৷

হাইকোটের আইনজীবী জানান, ভারতীয় সংবিধানের ধারা 21-এ বিস্তারিত বলা আছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির কথা ৷ যেখান থেকে কোনও ব্যক্তি এই ধরনের অধিকার থেকে বঞ্চিত হবে না ৷ এর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে ৷

  • অধিকার রক্ষা আইনের ক্ষেত্রে প্রি নাটাল জেন্ডার স্ক্রিনিং ধারার উপর জোর দেওয়া হয়েছে ৷ এককথায় বলে পিএনডিটি অ্যাক্টস ৷ লিঙ্গ নির্ধারণ অবৈধ ৷ কন্যা ভ্রুণ হত্যা যাতে বন্ধ হয়, এই আইনে দেওয়া হয়েছে বিশেষ জোর ৷
  • সারোগেসি অ্যাক্টের উপর জোর দেওয়া হয়েছে ৷ চুক্তি পত্র সাক্ষর বা অনুমতি পত্রে সাক্ষর এক্ষেত্রে দুই পার্টির তরফেই সঠিক তথ্য প্রদান গুরুত্বপূর্ণ ৷ এটাও এক ধরনের অধিকার রক্ষা ৷ একজন বর্ন চাইল্ড বা আনবর্ন চাইল্ডের নিজস্ব অধিকার রয়েছে ৷ সেটার উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে আইনে ৷
  • ক্লিনিক্যাল এস্ট্যাবব্লিশমেন্ট অ্যাক্টের উপর জোর দেওয়া হচ্ছে ৷ যেখানে বলা হচ্ছে একটা ক্লিনিক বা হাসপাতাল তৈরির ক্ষেত্রে কিছু বাউন্ডিংস থাকে ৷ বিভিন্ন সার্টিফিকেট লাগে ৷ তা যেন সঠিক হয় ৷ কোনও ব্যক্তি একটি হাসপাতালের পরিষেবা পেয়ে সন্তুষ্ট হলেন না, সেখানে প্রপার ফোরাম বা কোর্ট রয়েছে সেখানে ওই ব্যক্তি যেতে পারেন ৷ অতিরিক্ত বিল, রোগী মৃত্যু, ইত্যাদির উপর বেশি জোর দেওয়া হয়েছে ৷ এও কিন্তু স্বাস্থ্যের অধিকার রক্ষার ক্ষেত্রেই পড়ে ৷
    স্বাস্থ্য যখন সম্পদ

চিকিৎসক নারায়ণ ভট্টাচার্য মতে এই থিমের গুরুত্ব রয়েছে ৷ কারণ স্বাস্থ্যই সম্পদ কথাতেই বলা হয় ৷ তিনি বলেন, "বাল গঙ্গাধর তিলক বলেছেন, স্বরাজ আমাদের অধিকার ৷ আমি মনে করি, স্বরাজ তো আমরা পেয়েছি এখন আমাদের ভাবার সময় যে সু-স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার ৷ আমাদের দিক থেকে এটা যতটা গুরুত্বপূর্ণ ততটাই সরকারের তরফেও গুরুত্ব দিয়ে ভাবা উচিত ৷"

  • আমাদের দেশে স্বাস্থ্য নিয়ে অবহেলা করা হয় ৷ স্বাস্থ্য সচেতনতা খুব জরুরি ৷ ভালো স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্যকর অভ্যাস কী হওয়া উচিত সেটা জানতে হবে ৷ যেমন- হাত ধুয়ে খাওয়া উচিত ৷ এটা একটা ভালো অভ্যাস ও স্বাস্থ্যকর অভ্যাস ৷ এটাই একটা ছোট্ট বাচ্চাকে শেখানো বা জানানো তার অধিকারের মধ্যে পড়ে ৷
  • পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যকর অভ্যাস গঠনের ক্ষেত্রে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন-পাঠনে জোর দেওয়া উচিত ৷
  • নূন্যতম স্বাস্থ্য পরিষেবা ভীষণ গুরুত্বপূর্ণ ৷ স্বাস্থ্য ভালো রাখার নুন্যতম পরিকাঠামো বা প্রোটোকল থাকা দরকার ৷ যেমন- এক টিবি আক্রান্ত ব্যক্তি যাতে সঠিক চিকিৎসা পান সেটা যেমন জরুরী তেমনই তাঁকে সচেতন করাও জরুরী ৷ ঘনঘন কাশি বা জ্বর, ওজন কমা, ইত্যাদি হলে অত্যন্ত যাতে চিকিৎসকের কাছে যান, সেই সচেতনতা করাও রোগীর অধিকারের মধ্যে পড়ে ৷ ডেঙ্গি-ম্যালেরিয়ার মতো সংক্রমণজনিত রোগ বা কোনও অসংক্রমণজনিত রোগ নিয়ে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া উচিত ৷
  • 140 কোটির ভারতবর্ষে চাহিদা ও যোগানের মধ্যে তারতম্য রয়েছে ৷ চিকিৎসা ক্ষেত্রে চাহিদা যেমন রয়েছে তার যোগান কম ৷ নূন্যতম স্বাস্থ্য পরিকাঠামো দুর্বল ৷ চিকিৎসক-নার্স যত সংখ্যক থাকা দরকার, তার তুলনায় চিকিৎসা পরিষেবা নিতে বেশি লোক আসেন ৷ সেই কাঠামো ঠিক করতে হবে ৷ ওপিডিতে দেখা যায় একদিনে 400-500 জন রোগী আসেন ৷ ফলে রোগীকে দেখার সময় কমে যায় ৷ অন্যদিকে, ওই লাইনে যে রোগী অপেক্ষা করছেন, তাঁর অবস্থাও খারাপ হয় ৷
  • ওষুধের জোগান পর্যাপ্ত হয় না ৷ আবার অনেক স্বাস্থ্যকর্মী নির্দিষ্ট কাজ করেন না, কোথাও আবার ওষুধ ডিস্ট্রিবিউশনের সমস্যা দেখা দেয় ৷ এই গুলো উন্নত স্বাস্থ্যের পরিকাঠামো গড়ার অন্তরায় ৷ এর ফলে রোগীকে হয়রানির শিকার হতে হয়৷
  • শিশু জন্ম ও মেয়েদের স্বাস্থ্য পরিষেবা কাঠামোয় জোর দিতে হবে ৷ গর্ভবতী অবস্থায় সঠিক পুষ্টি পান না অনেক মহিলা, শিশু মৃত্যু অনেক বেড়ে যায়, সংক্রমণের সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা থেকে মুক্তির পথ বের করতে হবে ৷ স্বাস্থ্য সচেতনের দিক থেকে মেয়েরা এখনও অনেক জায়গায় অবহেলিত ৷ সেই দিকে নজর দেওয়া দরকার ৷ প্রসবকালীন চিকিৎসা ব্যবস্থা উন্নত করা উচিত ৷
  • যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁদের জন্য আলাদা ওপিডির ব্যবস্থা করা তাঁদের স্বাস্থ্যের অধিকারের মধ্যে পড়ে ৷ বর্তমানে কিছু কিছু চিন্তাভাবনা হচ্ছে, উন্নতি হচ্ছে, এটাকেই আরও এগিয়ে নিতে যেতে হবে ৷
  • স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান কার্ড নিয়ে চিকিৎসা ক্ষেত্রে রোগী ও তাঁর পরিবার সেবা পাচ্ছেন ৷ তবে কোনও কিছু বিনামূল্য পাওয়া গেলে তার দাম কেউ দেন না ৷ সেক্ষেত্রে যদি সরকার 70 শতাংশ দিলে ও ব্যক্তি 30 শতাংশ দিলে, দায় দু'তরফেই থাকে ৷ বিনামূল্যে হলে, চিকিৎসা পরিষেবা কিছুটা হলেও বিঘ্নিত হয় ৷ পরিকাঠামোর উন্নয়ন করা যায় না
  • ওষুধের দাম নিয়ন্ত্রণ যেমন জরুরী তেমনই তার মানও বজায় রাখতে হবে ৷ বিশেষ করে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে সরকারকে যেমন ওষুধের দাম নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি সেই ওষুধ খেলে যাতে কাজ হয় সেদিকেও নজর দিতে হবে ৷ কারণ এই যে ডিসকাউন্টের লোভ দেখানো হয়, সেখানে অনেক সময় ওষুধের গুণগত মান ভালো থাকে না ৷ আবার বেসরকারি হাসপাতাল পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা দিলে, তার বিল হয় অনেকটা ৷ তাই দামের পাশাপাশি গুণগত মানের দিকেও নজর দেওয়া উচিত ৷
Last Updated : Apr 7, 2024, 11:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details