কলকাতা, 27 এপ্রিল:আগামী এক সপ্তাহ গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ছুঁতে পারে 42 ডিগ্রি। কিছু জেলায় 'রেড অ্যালার্ট' অর্থাৎ লাল সতর্কতা জারি করা হয়েছে হওয়া অফিসের তরফে। এই অবস্থায় সতর্ক করেছেন চিকিৎসকরাও । প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না-যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । এবার সতর্ক করল স্বাস্থ্য দফতর । এই তাপপ্রবাহের মাঝে কীভাবে নিজেকে সুস্থ রাখা যায় তারই বেশ কিছু নিদান দিল স্বাস্থ্য ভবন।
বহু মানুষই এই তাপপ্রবাহের ফলে অসুস্থ হয়ে পড়ছেন । এই তাপজনিত অসুখ কী হতে পারে, তা জানিয়েছে স্বাস্থ্য ভবন । স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, তাপপ্রবাহের ফলে ত্বক গরম, লাল এবং শুষ্ক হয়ে যেতে পারে । শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইট অথবা তারও বেশি হওয়ার সম্ভাবনা। মাথাব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, দ্রুত শ্বাস এবং হৃদস্পন্দন হওয়া, মাংসপেশির দুর্বলতা অথবা শিরায় টান ধরার সমস্যা হতে পারে ৷ এছাড়াও মানসিক বিভ্রান্তি থেকে মাথা ঘোরা ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে।