স্নানের আগে প্রস্রাব করার ঘটনা অনেকসময় স্বাভাবিক । তবে কিছু মানুষ আছেন যাঁরা স্নানের সময় অর্থাৎ শরীরে জল পড়ার সঙ্গে সঙ্গেই মূত্রত্য়াগ করেন । সামপ্রতিক এক গবেষণায় জানা গিয়েছে, 58% মানুষ স্নান করার সময় প্রস্রাব করেন ৷ এছাড়াও ব্রিটেনের এক সার্ভে থেকে জানা গিয়েছে, অর্ধেকের বেশি পুরুষ স্নানের সময় প্রস্রাব করার কথা স্বীকার করেছেন । তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন স্নানের সময় প্রস্রাবের অভ্যাস কোনও কোনও ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে । অনেকেই আছেন এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে লজ্জা পান ৷
এটা করলে কি জল সাশ্রয় হয় ? জল সাশ্রয়ের সঙ্গে স্নানের সময় প্রস্রাবের সম্পর্ক কী ?
বিশেষজ্ঞরা জানান, স্নানের সময় প্রস্রাব করলে জল সাশ্রয় হয় । মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি জানিয়েছে বর্তমানে টয়লেটে প্রতি ফ্লাশে 3 লিটারের কম জল প্রয়োজন হয় । একইভাবে পুরনো প্রজন্মের টয়লেটগুলিতে প্রতি ফ্লাশে কমপক্ষে 10 লিটার জল ব্যবহার করা হত । ফলস্বরূপ, এটি ব্যাখ্যা করেছে প্রতিদিন 350 লিটারেরও বেশি জল ব্যবহার করা হয় । তাই স্নানের সময় প্রস্রাব করলে ফ্লাশিং ওয়াটার সাশ্রয় হয় ৷
বিশেষজ্ঞরা জানান, স্নান করার সময় প্রস্রাব করলে কোনও সমস্যা হয় না । যদিও এটি ক্ষতিকারক নয়, ডাঃ নিকেত সোনপাল পরামর্শ দিয়েছেন যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ করা উচিত । মূত্রাশয়ের সংক্রমণে ভুগছেন এমন ব্যক্তিরা বলেন, এটি করলে অন্যদের সংক্রামিত হওয়ার ঝুঁকি বেড়ে যায় । তিনি বলেন, "পায়ে ক্ষত থাকলে এটি বিশেষভাবে বিপজ্জনক । এই কারণেই পাবলিক টয়লেটের চেয়ে ব্যক্তিগত বাথরুম ব্যবহার করা বেশি নিরাপদ । এছাড়াও নিজের বাথরুম সবসময় পরিস্কার পরিছন্ন রাখা প্রয়োজন ৷"