পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

তীব্র গরমেও ভোটপ্রচার, প্রার্থী ও দলীয় কর্মীদের সুস্থ থাকার উপায় বাতলালেন চিকিৎসক - Healthy in Summer - HEALTHY IN SUMMER

Summer Care during Election Campaign: তীব্র গরম ৷ দু’দিন পরেই লোকসভা নির্বাচন ৷ ফলে দাবদাহের মধ্যেই চলছে ভোটপ্রচার ৷ প্রার্থী থেকে শুরু করে দলের কর্মী-সমর্থক, সুস্থ থাকবেন কীভাবে ? পথ বলে দিলেন চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক ৷

Summer Care News
প্রচণ্ড গরম! ভালো থাকতে জানুন চিকিৎসকের মতামত

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 4:27 PM IST

প্রচণ্ড গরম! ভালো থাকতে জানুন চিকিৎসকের মতামত

কলকাতা, 17 এপ্রিল: রাজ্যে বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা । আর মাত্র দু’দিন, 19 এপ্রিল থেকেই শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন । তার জেরে উত্তর থেকে দক্ষিণ, সব জায়গাতেই চলছে জোরকদমে প্রচার । তবে এই প্রচারে বাধা হয়ে দাঁড়াচ্ছে সূর্যের তীব্র তাপ । ফলে প্রচারে বেড়িয়ে কেউ জলে গা ভেজাচ্ছেন, কেউ আবার ডাবের জলেই শান্তি খুঁজছেন । কিন্তু চিকিৎসকের পরামর্শ কী ? ইটিভি ভারত পৌঁছে গিয়েছিল চিকিৎসক কাজলকৃষ্ণ বণিকের কাছে ।

চিকিৎসকের কথায়, শুধু প্রার্থী নয়, আমজনতাকেও গরম থেকে নিজেকে সুস্থ রাখতে কিছু পন্থা অবলম্বন করতে হবে । এক, অবশ্যই সঙ্গে টুপি রাখুন । দুই, চোখে থাকুক সানগ্লাস । তিন, সানস্ক্রিন মেখে রোদে বেরোন । পোশাকের দিকেও নজর দেওয়া প্রয়োজন । চিকিৎসকের মতে, পোশাক যত হালকা রঙের হয় ততই মঙ্গল । এমনকী এসময় বেশি টাইট পোশাকও না-পরাই উচিত ।

চিকিৎসকের কথায়, গরমে সবচেয়ে বেশি দরকার হল প্রয়োজনীয় পরিমাণ জল পান করা ৷ যে পরিমাণ জল প্রতিদিন পান করা হয়, গরমে তার থেকে এক বা দেড় লিটার জল বেশি খেতে হবে ।

পাশাপাশি খাদ্যাভাসেও পরিবর্তন আনা দরকার । চিকিৎসক জানান, রাস্তার ধারে চটজলদি তৈরি হয়ে যাওয়া খাবারগুলি এড়িয়ে যাওয়া দরকার । দাবদাহ চলাকালীন হালকা খাবার খেতে হবে । অতিরিক্ত তেল বা মশলাদার কোনও খাবার খেলে এই গরমে শরীর খারাপ হবে । এই সময় ঘরের তৈরি সহজপাচ্য খাবারই খাওয়া দরকার ।

এই গরমে যতটা সম্ভব ফল খাওয়া যায় ততই মঙ্গল । তবে রাস্তার ধারে বিক্রি হওয়া কাটা ফল নৈব নৈব চ । চিকিৎসকের কথায়, বাজার থেকে গোটা ফল কিনে নিয়ে সেটা খান । নিজেকে সুস্থ রাখতে মরশুমি ফলের বিকল্প হয় না ৷ চিকিৎসক জানিয়েছেন, গরমে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটাও জরুরি । ঘামের গন্ধ দূর করার জন্য সুগন্ধি পাউডার ব্যবহার না-করাই মঙ্গলের । বরং তার জায়গায় পারফিউম ব্যবহার করা যেতে পারে ।

আরও পড়ুন:

  1. আপনার স্কিনটোন অনুযায়ী কোন লিপস্টিক শেড ব্যবহার করবেন ? জানালেন মেকআপ আর্টিস্ট
  2. এই সব আয়ুর্বেদিক ভেষজ প্রচণ্ড গরমে আপনার শরীরকে ঠান্ডা রাখবে
  3. হিমোফিলিয়ায় প্রয়োজন নিয়মিত পর্যবেক্ষণ ও সেবা, বিশ্ব হিমোফিলিয়া দিবস

ABOUT THE AUTHOR

...view details