পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

বর্ষাতেও মেকআপ ঠিক থাকবে ! মেনে চলুন এই ছোট্ট টিপস - Monsoon Make Up Tips

How to do makeup in monsoon season: বর্ষাকালে অত্যধিক আর্দ্রতা ত্বক ও চুলের ভীষণভাবে ক্ষতি করে ৷ তবে মেকআপ করার পর বেশি অস্বস্তি হয় ও ত্বক চিটচিটে হওয়ার কারণে গলে যায় ৷ কীভাবে এই মরশুমে দীর্ঘ সময় মেকআপ ঠিক রাখবেন ? টিপস দিলেন মেকআপ আর্টিস্ট অন্বেষা সরকার ৷

monsoon season Make Up
বর্ষায় কীভাবে মেকআপ করবেন (ইটিভি ভারত)

By ETV Bharat Health Team

Published : Aug 20, 2024, 4:23 PM IST

কলকাতা:ধুলোবালি, গরম, বর্ষার প্যাচপ্যাচে আবহাওয়া ত্বক ও চুলের মারাত্মক ক্ষতি করে । তার ওপর মেকআপের প্রলেপ পড়লে তো আর কথাই নেই । সবথেকে বড় সমস্যা মেকআপ টিকিয়ে রাখা । বর্ষার মরশুম ও সঙ্গে প্যাচপেচে গরম সবমিলিয়ে খুবই যেনো বিরক্তিকর ৷ তবে প্রতিদিন অফিসে যাওয়া বা পার্টি মেকআপ যেনো মেয়েদের সৌন্দর্য ৷ তাই এই মরশুমে মেকআপকে টিকিয়ে রাখা ও কীভাবে করবেন তার টিপস দিলেন মেকআপ আর্টিস্ট ৷ জেনে নিন কী করবেন ?

তিনি বলেন, "সবার প্রথমে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি ৷ ফেসওয়াশ আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন ৷ মুখ ধোয়ার পর ও মেকআপ ব্যবহারের আগে ত্বক ময়শ্চরাইজ করা গুরুত্বপূর্ণ ৷ তবে ত্বকের ধরণ অনুযায়ী ময়শ্চরাইজার ব্যবহার করা প্রয়োজন ৷ যাঁদের অয়েলি ত্বক তাঁরা ওয়াটার বেস ও যাঁদের ড্রাই স্কিন তাঁদের হেবি কোনও ময়শ্চরাইজার ব্য়বহার করা প্রয়োজন ৷ এছাড়াও সেনসেটিভ স্কিন হলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে পছন্দ মতো ময়শ্চরাইজার ব্যবহার করতে পারেন ৷"

"এরপর ত্বকে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে ৷ এটি ত্বককে দূষণমুক্ত করে ও ইউভি প্রোটেক্ট করতে সহায়তা করে ৷ এবার আপনার মুখের যে জায়গাগুলি ব্রণ বা কালো দাগ আছে সেগুলি স্কিন কালার কনসিলার দিয়ে ভারাট করে নিন ৷ এবার পুরো মুখ ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া জরুরি ৷ ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে কমপ্যাক্ট ব্যবহার করে নিতে হবে ৷ তবে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন কমপ্যাক্ট ও ত্বকের কম্বিনেশন যেনো ঠিক থাকে ৷"

এরপর হালকা ব্লাশ ব্যবহার করতে পারেন ৷ চাইলে হাইলাইটার দিনের বেলা স্কিপ করে নিতে পারেন ৷ তিনি জানান, এক্ষেত্রে চোখের মেকআপও ভীষণ গুরুত্বপূর্ণ ৷ দিনের বেলা হালকা রাখা যেতে পারে ৷ এক্ষেত্রে কাজল বা মাস্কারা দিয়ে অথবা আইলাইনার দিয়েও শেষ করতে পারেন ৷

সবশেষ গুরুত্বপূর্ণ বিষয় হল ঠোঁট রাঙানো ৷ তাই আপনি চাইলে ড্রেসের সঙ্গে ম্যাচ করে বা কোনও ন্যুড শেড ব্যবহার করে নিতে পারেন ৷ এরপর পুরো মেকআপ শেট করার জন্য ম্যাট মেকআপ ফিক্স স্প্রে ব্যবহার করে নিতে হবে ৷ এটি মেকআপ স্টে করতে সাহায্য করে ও এই বর্ষার আবহাওয়ার প্যাচপেচে গরমে মেকআপ ঠিক রাখতেও সাহায্য় করে ৷

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও ত্বকের সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ABOUT THE AUTHOR

...view details