হায়দরাবাদ: অনেক মহিলার মধ্যে পিরিয়ড সংক্রান্ত অনেক সমস্যা দেখা যায় । এর মধ্যে একটি হল অনিয়মিত পিরিয়ড । প্রকৃতপক্ষে পিরিয়ডের চক্র 28 দিন । তবে এর যদি কোনওভাবে অনিয়ম হয় তাহলে বুঝতে হবে পিরিয়ডসের অনিয়মিত চক্র ৷ এর জন্য অনেকে ওষুধ খেয়ে থাকেন ৷ তবে তার জন্য যারফলে অনেক সমস্যা হতে পারে ৷ কিছু বিষয়ের উপর মনোযোগ দেওয়া দরকার ৷ যা অনেক উপকারী হতে পারে ৷ জেনে নিন কিছু টিপস যা অনিয়মিত পিরিয়ডস থেকে মুক্তি দিতে পারে (Some Tips That Can Get Rid Of Irregular Periods) ৷
অনেক সময় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে অনিয়মিত পিরিয়ড হয়। স্বাস্থ্যকর খাবার না খেলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে । স্বাস্থ্যকর খাবার মানেই চর্বিজাতীয় খাবার খাওয়া নয় । আপনার খাদ্যে স্বাস্থ্যকর চর্বি যেমন মাখন, ঘি, বাদাম ইত্যাদি অন্তর্ভুক্ত করা উচিত কারণ আমাদের শরীরের কাজ করার জন্য স্বাস্থ্যকর চর্বি প্রয়োজন । এছাড়াও মরশুমি ফল যোগ করুন যার ফলে শরীরেও পুষ্টি যোগাতে সাহায্য় করে ৷
সুস্থ থাকতে শুধু খাওয়াই নয়, নিয়মিত ব্যায়াম করাও জরুরি । যদি পিরিয়ড অনিয়মিত হয় তাহলে যোগাসন করা জরুরি । প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যোগাসন শুরু করুন ৷ যা আপনার অনিয়মিত মাসিক চক্র থেকে ক্র্য়াম্প থেকেও মুক্তি দিতে সাহায্য় করবে ৷