হায়দরাবাদ: ত্বকের যত্নে পূজায় ব্যবহৃত কর্পূরও যোগ করতে পারেন । কর্পূরের ব্যবহার ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে, কারণ এটি অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণে ভরপুর। শুধু তাই নয়, কর্পূর ত্বকের দাগ ও দাগ দূর করে এবং মুখের উজ্জ্বলতা বাড়ায় । যাইহোক, কর্পূর ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত সংক্রমণের জন্যও একটি কার্যকর চিকিৎসা, তাই আসুন এটি কীভাবে ব্যবহার করবেন তা এখানে জেনে নেওয়া যাক ।
কর্পূর-বাদাম তেলের ফেস প্যাক (Camphor-almond oil face pack)
উপকরণ: 2 টেবিল চামচ বাদাম তেল, এক চিমটি কর্পূর পাউডার ৷
এটি এই মত ব্যবহার করুন:একটি পাত্রে উভয় জিনিস মিশিয়ে মুখে লাগিয়ে 10 মিনিট পর ধুয়ে ফেলুন । শুধুমাত্র শুষ্ক বা স্বাভাবিক ত্বক যাদের ব্যবহার করা উচিত । ত্বক তৈলাক্ত হলে এই মাস্ক ব্যবহার করবেন না ।
কর্পূর-মুলতানি মাটির ফেস প্যাক (Camphor-multani clay face pack)
উপকরণ: 2 টেবিল চামচ মুলতানি মাটির গুঁড়ো, 1 চিমটি কর্পূর গুঁড়ো, কয়েক ফোঁটা গোলাপ জল ।
এটি এই মত ব্যবহার করুন:একটি পাত্রে মুলতানি মাটির গুঁড়ো নিন । এতে কর্পূর ও গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান । 10 মিনিট পর ধুয়ে ফেলুন । 10 থেকে 15 দিনে একবার এই ফেসপ্যাকটি ব্যবহার করুন ৷