পশ্চিমবঙ্গ

west bengal

বেশি ইয়ার বাডস ব্যবহার কি কানে ক্ষতি ডেকে আনছে ? - Side Effects Of Using Cotton Buds

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 3:24 PM IST

Updated : Jun 7, 2024, 5:14 PM IST

Ill-Effects Of Using Ear Buds: কানে ময়লা জমা একটা সাধারণ বিষয় ৷ কানের ময়লা পরিষ্কার করতে কটন বাডস ব্যবহার করে থাকেন অনেকেই ৷ তবে বিশেষজ্ঞদের মতে, এটি ব্যবহার করা কানের জন্য ক্ষতিকর ৷

Cotton Ear Buds News
কানে কটন বাডস ব্যবহার করলে ঝুঁকির কারণ হতে পারে (নিজস্ব চিত্র)

হায়দরাবাদ: কানে ময়লা জমা একটি প্রাকৃতিক বিষয় । এতে বিশেষ কোনও ক্ষতি নেই । তবে যদি কানে খুব বেশি ময়লা জমে তবে এটি কানের নালীতে বাধা সৃষ্টি করে, যা শ্রবণশক্তি-সহ আরও নানা সমস্যা সৃষ্টি করতে পারে । অনেকে সাধারণত কান পরিষ্কার করতে কটন বাড ব্যবহার করেন । এই কটন বাড কানের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে ৷

ইয়ার বাডের অত্যধিক ব্যবহারের ফলে সৃষ্ট সমস্যা (Problems caused by overuse of ear buds):

বিশেষজ্ঞদের মতে, ইয়ার বাডস বেশি ব্যবহার করলে কানের ময়লা আরও ভিতরে গিয়ে আটকে যাওয়ার আশঙ্কা থাকে । এর সঙ্গে বলা হয় কানে কিছু একটা বাধলে শ্রবণশক্তি কমে যায় ।

'অটোল্যারিঙ্গোলজি হেড অ্যান্ড নেক সার্জারি' জার্নালে প্রকাশিত 2015 সালের একটি গবেষণায় জানা গিয়েছে, যাঁরা কানের ময়লা অপসারণ করতে কটন বাড ব্যবহার করেছেন, তাদের কানের ব্যথা, কান বন্ধ হওয়া, কানের পর্দার সমস্যা দেখা দেয় । নিউইয়র্ক সিটির মাউন্ট সিনাই স্কুল অফ মেডিসিনের অটোল্যারিঙ্গোলজি-হেড অ্যান্ড নেক সার্জারির অধ্যাপক ড. জোনাথন শন এই গবেষণায় অংশ নিয়েছিলেন । তিনি কানের ময়লা অপসারণের জন্য কটন বাডের পরিবর্তে নিরাপদ কোনও পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেন ।

ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন জার্নালে উল্লেখ করা হয়েছে যে, কানে তুলোর বাডস দিলে ওটিটিস এক্সটার্না হতে পারে ৷ যা কানে ব্যথার সৃষ্টি করে । দেখা গিয়েছে, কানের ভেতরে সংক্রমণ হলে ব্যথা, চুলকানি, পুঁজ, সাময়িক বা স্থায়ীভাবে শ্রবণশক্তি কমে যাওয়ার আশঙ্কা থাকে । এসব সংক্রমণের মাত্রা বাড়লে কর্ণভেরী সমস্যা হতে পারে । বলা হয়, বধিরতার পাশাপাশি এনসেফালাইটিসও আসে এবং মস্তিষ্কের স্নায়ু সংক্রমিত হয় ।

কানে সেবাম নামক একটি পদার্থ থাকে । এটি ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকারক জীবাণুর বিরুদ্ধে রক্ষা করে । কিন্তু কটন বাড এই সিবামকে সরিয়ে দেয় ফলে কানের সংক্রমণ বাড়িয়ে দিতে পারে । বলা হয়ে থাকে যে, এর ফলে চুলকানি, কান লাল হওয়ার সমস্যা হয় ।

আপনি যদি এইগুলি অনুসরণ করেন তবে নিরাপদ হতে পারে:

বিশেষজ্ঞদের মতে, সাধারণত ভিজে কাপড় দিয়ে বাইরের কান পরিষ্কার করাই যথেষ্ট । এছাড়াও চিকিৎসকের পরামর্শ নিয়ে ড্রপ ব্যবহার করলেও কানের ময়লা দূর হতে পারে ৷

Last Updated : Jun 7, 2024, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details