হায়দরাবাদ:ব্যস্ততার কারণে ঘণ্টার পর ঘণ্টা জিমে শরীরচর্চা করার সময় হয় না অনেকের ৷ ফিট থাকতে হলে কিন্তু চিকিৎসকেরা হাঁটাহাঁটি করার পরামর্শ দেন । সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি হল হাঁটাচলা করা ৷
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ সব সমস্যার সমাধান একটাই । ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা করার সময় না পেলে কেবল মাত্র নির্দিষ্ট সময় ধরে হাঁটলেই ওজন কমানো সম্ভব হবে বলে মনে করেন বিশেশজ্ঞরা । ওজন কমাতে হাঁটা কতটা উপকারী কী বললেন পুষ্টিবিদ পুষ্টিবিদ ডঃ সুচরিতা সেনগুপ্ত ৷
মেজাজ ভালো রাখে:নিয়মিত হাঁটলে এন্ডরফিন নামক একটি হরমোন নিঃসৃত হয় ৷ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও এই হাঁটাচলা জরুরি ৷ এতে মানসিক স্বাস্থ্য ভালো থাকে ৷
অতিরিক্ত ওজন কমাতে সাহায্য় করে: প্রতিদিন নিয়মিত হাঁটা ও শরীরর্চার মাধ্যমে দেহের অতিরিক্ত মেদ ঝরানো সম্ভব ৷ অতিরিক্ত ওজন কিডনির সমস্যা বাড়াতে পারে ৷ ফলে আপনি যদি হাঁটাহাটি করেন শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য় করে ৷