হায়দরাবাদ: বৈশাখ মাস আসতে না-আসতেই ঘরে ঘরে এসি চালানো শুরু হয়ে গিয়েছে ৷ কেউ কেউ ব্যবহার করেন উইন্ডো এসি ৷ আবার অনেকেই ওয়াল এসি ব্যবহার করে থাকেন ৷ তবে যাই হোক না কেন এসি ব্যবহার করার আগে সঠিক নিয়ম জেনে রাখা প্রয়োজন ৷ নিয়ম মেনে এসি চালানো না-হলে ইলেকট্রিক বিল মেটোনো আপনার পক্ষে অসাধ্য হতে পারে ৷ এছাড়াও আপনার এসি খুব তাড়াতাড়ি খারাপ হতে পারে ৷ তাই এসি চালানোর সময় কতকগুলি বিষয় অবশ্যই মাথায় রাখুন (Correct Rules for AC Operation)৷
সবার প্রথম মাথায় রাখতে হবে এসি-র সাইজ ৷ কারণ আপনার রুমের সাইজ অনুযায়ি এসি কেনা জরুরি ৷ আপনার যদি বড় ঘর হয় আর যদি ছোট এসি কিনে ফেলেন তাহলে ঘর ঠান্ডা হতে অনেক সময় নেয় ৷ ফলে এসির তাপমাত্রা ও ঘরের সাইজের সঙ্গে লোড নিতে পারে না ৷ ফলে খুব তাড়াতাড়ি এসি খারাপ হওয়ার সম্ভবনা থাকে ৷
এসি-র সার্ভিসিং বছরের নির্দিষ্ঠ সময় করে নেওয়া প্রয়োজন ৷ শীতকালে এসি-র ব্যবহার তেমন হয় না ৷ কিন্তু গরম পড়তে না-পড়েই হঠাৎ করেই এসি চালু হয়ে যায় ৷ তাই চালানোর আগে একবার সার্ভিসিং করে নেওয়া ভালো ৷ না-হলে আপনার ইলেকট্রিক বিল বাড়তে পারে ৷