হায়দরাবাদ:ঝাঁচকচকে জামা পড়লেন, আর তাতে লেগে গেল বাজে দাগ ৷ অনেক দাগ আবার উঠতেই চায় না ৷ অনেকসময় সেই দাগ চা কফিরও হতে পারে ৷ সেই সব দাগ তোলা খুব কঠিন। আবার অনেক সময় সব জামা একসঙ্গে কাচার ফলে একটার জামার রং অন্য একটাতে লেগে যায় ৷ কিছু টিপস অনুসরণ করে সহজেই দাগ দূর করা যায়। এখন দেখা যাক সেই টিপসগুলি কী ।
ভিনিগার:কাপড়ে চায়ের দাগ পড়লে উঠতে চায় না ৷চায়ের দাগ হল কাপড়ের সবচেয়ে সাধারণ দাগ । এগুলি থেকে মুক্তি পেতে বাড়িতে ভিনিগার নিন । দুই কাপ জলে এক চামচ ভিনিগার মিশিয়ে নিন । দাগের উপর এই তরল স্প্রে করুন । তারপর আলতো করে ঘষে নিন । দাগের তীব্রতার উপর নির্ভর করে ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায় ।
এছাড়াও কাপড়ে অনেক সময় তেলের দাগও পড়ে । এটি ওঠা খুবই কঠিন । প্রথমে দাগযুক্ত কাপড় জলে ভিজিয়ে রাখুন। এরপর দাগের উপর বেকিং সোডা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর অল্প ঘষতে থাকুন । সবশেষে দুই কাপ ভিনিগার-জল মিশিয়ে দাগের ওপর ছিটিয়ে দিন । তারপর ঘষে ধুয়ে ফেলুন।