কলকাতা: ব্রেকফাস্টের স্যালাড বা অনুষ্ঠান বাড়ির মেনু কাবলি ছোলার রমরমা ব্যবহার ৷ নানা উপকারে ভরপুর কাবলি ছোলা স্বাদ ও পুষ্টিগুণের কারণে সবারই প্রিয় । যারা ভেগান ডায়েট অনুসরণ করে থাকেন তাঁদের জন্য এটি উল্লেখয়োগ্য উপাদান । অনেকে এটির অমলেট ও প্যানকেকও চৈরি করেন যা সুস্বাদু ও স্বাস্থ্যকর ৷ জেনে নিন এর উপকারিতা ৷
এন আই এইচ (NIH)- এর তথ্য অনুযায়ী, কাবলি ছোলার উপাদান শুধুমাত্র প্রোটিনেরই উৎস নয়, খাদ্যতালিকাগত ফাইবার, প্রতিরোধী স্টার্চ, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং খনিজ, বিশেষ করে ফোলেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়ামের উৎস ৷ যা শীররকে বিভিন্নভাবে সুস্থ রাখতে সাহায্য় করে ৷
জেনে নিন, কাবলি ছোলার উপকারী দিকগুলি (Benefits Of chickpeas):
ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে:কাবলি ছোলার গ্লাইসেমিক সূচক কম । তাই এটি ডায়াবেটিস রোগীর জন্য খুবই পুষ্টিকর খাবার ৷ এটি খেলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় ।
প্রোটিন সমৃদ্ধ: ছোলা একটি চমৎকার উদ্ভিদ ভিত্তিক প্রোটিন । যারা নিরামিষ খাবার খেয়ে থাকেন তাঁদের জন্য এই খাবার দূর্দান্ত বিকল্প ৷
হার্টের স্বাস্থ্য:ছোলাতে উপস্থিত ফাইবার রক্তে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে, ফলে হার্ট সুস্থ থাকে ।