হায়দরাবাদ: বর্তমান সময় বাচ্চাদের জন্য ডায়পারের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । ডায়পারের ব্যবহারের সুবিধা একাধিক । এই সুবিধাগুলিই সমস্ত নতুন বাবা মার প্রতি আকৃষ্ট করছে । একবার ডায়পার পরালে অনেকক্ষণ পর্যন্ত তাতে প্রস্রাব করতে পারে শিশুরা । ফলে বার বার কাপড় ভিজে যাওয়ার ও তা পরিবর্তন করতে সময় যায় না । ফলে এতে অভিভাবকের সুবিধা হয় ৷ কিন্তু এরফলে নানান সমস্য়া হতে পারে বলে জানান শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কুমারেস দাশগুপ্ত ৷
ডাঃ দাশগুপ্ত বলেন, "ডায়পার অনেক রকম পাওয়া যায় ৷ ডিসপোজেবল বা ইউজ অ্যান্ড থ্রো এবং কাপড়ের তৈরি ডায়পার ৷ কিন্তু অনেকেই শিশুর জন্য ডিসপোজেবল ডায়পার ব্যবহার করে থাকেন । আপনি যদি কাপড়ের তৈরি ডায়পার শিশুকে পরান, তাহলে সেটি পুনরায় ব্যবহার করা যাবে ৷ কিন্তু সে ক্ষেত্রে এগুলি গরম জলে ধুয়ে ফেলতে হবে । কিন্তু এখন সেই সময় অনেকের কাছেই নেই । তাইয় এখন ইউজ অ্যান্ড থ্রো ডায়পার কেনেন করেন অধিকাংশ বাবা-মা ।"