কলকাতা: বর্ষাকাল আসতেই চুলে নানান সসম্যা শুরু হয় ৷ চুল নিয়ে কম-বেশি অনেক সমস্যায় ভুগে থাকেন ৷ এছাড়াও খুশকির সমস্যা তো আছেই ৷ সবমিলিয়ে বর্ষাকালে তেলচিটে ভাব হয় ফলে চুল পড়ার সসম্যা আরও বাড়তে থাকে ৷ ফলে অনেকে বহুকিছু ব্যবহার করে থাকেন ৷ কিন্তু লাভের লাভ কিছু হয় না ৷ তাই বিশেষজ্ঞরা জানান, পেঁয়াজের রস কার্যকর উপায় হতে পারে ৷
এন আই এইচ (National Institutes of Health) দ্বারা প্রকাশিত গবেষণায় জানা গিয়েছে, পেঁয়াজের রস চুল পড়ার সসম্যার কার্যকরী উপায় হতে পারে ৷ পেঁয়াজে রয়েছে, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান । এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি6-ও আছে । এছাড়াও পেঁয়াজে ফলিক অ্যাসিড থাকে । যা চুলের জন্য অত্যন্ত কার্যকরী উপায় ৷ পেঁয়াজ খালি মাথায় চুল গজাতে সাহায্য় করে ৷
পেঁয়াজের রস মাথার ত্বকের প্রদাহ নাশ করতে সাহায্য করে । মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো রাখতেও কার্যকরী উপায় হতে পারে । ফলে নতুন চুল গজাতে সাহায্য করে । দ্য জার্নাল অফ ডার্মাটোলজিতে প্রকাশিত গবেষণাতেও জানা গিয়েছে পেঁয়াজের রস চুলের জন্য কার্যকরী ৷