পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

বর্ষাকালে চুল পড়ার সমাধান করুন এই উপায়ে - Onion Juice for hair care - ONION JUICE FOR HAIR CARE

Hair Care Tips: নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস । এই টোটকা নতুন নয় । অনেক গবেষণায় জানা গিয়েছে, পেঁয়াজের রস চুলের জন্য ভীষণভাবে উপকারী ৷

Hair Care Tips News
বর্ষাকালে চুলের সমাধান (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 5:42 PM IST

কলকাতা: বর্ষাকাল আসতেই চুলে নানান সসম্যা শুরু হয় ৷ চুল নিয়ে কম-বেশি অনেক সমস্যায় ভুগে থাকেন ৷ এছাড়াও খুশকির সমস্যা তো আছেই ৷ সবমিলিয়ে বর্ষাকালে তেলচিটে ভাব হয় ফলে চুল পড়ার সসম্যা আরও বাড়তে থাকে ৷ ফলে অনেকে বহুকিছু ব্যবহার করে থাকেন ৷ কিন্তু লাভের লাভ কিছু হয় না ৷ তাই বিশেষজ্ঞরা জানান, পেঁয়াজের রস কার্যকর উপায় হতে পারে ৷

এন আই এইচ (National Institutes of Health) দ্বারা প্রকাশিত গবেষণায় জানা গিয়েছে, পেঁয়াজের রস চুল পড়ার সসম্যার কার্যকরী উপায় হতে পারে ৷ পেঁয়াজে রয়েছে, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান । এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি6-ও আছে । এছাড়াও পেঁয়াজে ফলিক অ্যাসিড থাকে । যা চুলের জন্য অত্যন্ত কার্যকরী উপায় ৷ পেঁয়াজ খালি মাথায় চুল গজাতে সাহায্য় করে ৷

পেঁয়াজের রস মাথার ত্বকের প্রদাহ নাশ করতে সাহায্য করে । মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো রাখতেও কার্যকরী উপায় হতে পারে । ফলে নতুন চুল গজাতে সাহায্য করে । দ্য জার্নাল অফ ডার্মাটোলজিতে প্রকাশিত গবেষণাতেও জানা গিয়েছে পেঁয়াজের রস চুলের জন্য কার্যকরী ৷

কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস (How to use onion juice) ?

এর জন্য আপনাকে দু'টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে ভালো করে পেষ্ট করে নিন ৷ এই রস সরাসরি মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিন ৷ কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন ৷ এতে চুল পড়া থেকে খুশকির সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে ৷

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য নির্দিষ্ট গবেষণা থেকে প্রাপ্ত এবং এর মতামত ও ওই গবেষণার সঙ্গে যুক্ত গবেষক-বিশেষজ্ঞের ব্যক্তিগত মতামতের ভিত্তিতে দেওয়া হয়েছে৷ শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই এই প্রতিবেদনটি লেখা হয়েছে ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details