হায়দরাবাদ:সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভীষণভাবে কার্যকরী ৷ যা মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী ৷ আপনিও কি সেই ব্যক্তিদের মধ্যে একজন, যাদের অ্যালার্ম বেজে গেলেও ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না ৷ তাহলে জেনে নিন কিছু টিপস, যা আপনাকে তাড়াতাড়ি উঠতে সাহায্য় করবে (How to Wake up early Morning) ৷
একটি সময়সূচি তৈরি করা প্রয়োজন:সকালে ঘুম থেকে ওঠার কথা শুধু চিন্তা করলে হবে না। এর জন্য আপনাকে একটি সময়সূচি অনুসরণ করতে হবে । আপনি যদি কমপক্ষে 8-9 ঘন্টা ঘুমান, তবেই আপনি সকালে ঘুম থেকে উঠতে সক্ষম হবেন ৷ এটির জন্য রাতে তাড়াতাড়ি শুতে যাওয়া জরুরি ।
রাতে ভারী খাবার না-খাওয়া: রাতের খাবার ভারী হলে চলবে না ৷ মনে রাখবেন রাতে আপনার প্লেটে যেন হালকা খাবার থাকে । এটি পেট হালকা রাখে যাতে সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করে। রাতে প্রোটিন জাতীয় খেলে ঘুম দেরি করে হতে পারে ৷ ফলে রাতে সবসময় হালকা খাবার খান ৷
অ্যালার্ম দূরে রাখা প্রয়োজন: এলার্ম অনেকেই বিছানায় রেখে থাকেন ৷ অ্যালার্ম কাছে রাখলেই বেজে ওঠার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ার অভ্যেস থাকে অনেকের ৷ তাই অ্যালার্ম এমন জায়গায় রাখা দরকার, যাতে অ্যালার্ম বন্ধ করতে হলে আপনাকে বিছানা ছাড়তে হয় ৷ তখন আপনার ঘুম স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে।