হায়দরাবাদ: রঙিন নরম সফট টয় কার না ভালো লাগে ৷ শুধু বাচ্চাদেরই নয়, বড়দেরও বিভিন্ন সময়ের সঙ্গী ৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে এগুলি পরিষ্কার করা উচিত ৷ নিয়মিত পরিষ্কার করলে তা দেখতেও ভালো লাগে এবং সেগুলি থেকে জীবাণুও চলে যায় ৷ ফলে তা খেলার জন্য স্বাস্থ্যকর থাকে ৷ ব্যবহার করতে করতে সফট টয়গুলিতে ধুলো, ময়লা, ব্যাকটেরিয়া এবং অ্যালার্জেন জমা হতে থাকে ৷ বিশেষ করে যদি সেগুলি প্রায়শই ব্যবহার করা হয় ৷ বিভিন্ন পরিবেশে ব্যবহারের ফলে সফট টয়গুলি থেকে বিশ্রী গন্ধ হতে পারে ৷ তাই সেগুলিকে নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার করা উচিত ৷
বাড়িতেই এই খেলনাগুলি পরিষ্কার করতে পারেন ৷ তার জন্য বেশ কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে ৷
1. কাপড় দিয়ে মুছে নিন : খুব বেশি নোংরা না হলে হালকা করে পরিষ্কার করে নিলেই হবে ৷ ধুলো এবং ময়লা মুছে ফেলার জন্য একটি পরিষ্কার কাপড় জলে বা হালকা ডিটারজেন্ট ও জল মিশিয়ে তাতে ডুবিয়ে নিন ৷ তারপর তা নিংড়ে ওটা দিয়েই সফট টয়গুলি মুছে নিন ৷ এবার শুকিয়ে নিন ৷ ব্যবহারের আগে দেখে নিন পুরোপুরি শুকিয়েছে কি না ৷
2. হালকা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন : দাগ পরিষ্কার করতে, অল্প পরিমাণে হালকা ডিটারজেন্ট এবং জল একসঙ্গে মেশান । একটি পরিষ্কার কাপড় বা স্পঞ্জ ব্যবহার করে দাগযুক্ত জায়গায় দ্রবণটি দিন ৷ তারপর একটি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন । দাগ মিলিয়ে না যাওয়া পর্যন্ত মুছতেই থাকুন ৷ তারপরে খেলনাটিকে পুরোপুরি শুকোতে দিন ৷