কলকাতা, 19 জুলাই: করোনার পর ভয় দেখাচ্ছে 'চাঁদিপুরা ভাইরাস'। ইতিমধ্যেই এই ভাইরাসে ছেয়ে গিয়েছে গুজরাত-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি শিশুর । হাসপাতালেও ভর্তি রয়েছে অনেক শিশু । কিন্তু কী এই ভাইরাস ? কতটা ভয়াবহ ? কীভাবে ছড়িয়ে পড়ে এই ভাইরাস ? সেই বিষয় খোঁজ নিল ইটিভি ভারত।
চিকিৎসক সায়ন চক্রবর্তী বলেন, "এই মরশুমে জ্বর বিভিন্ন কারণে হয় থাকে । তবে রোগের লক্ষণ হিসাবে প্রথমে থাকে এনসেফালাইটিস ৷ এই জ্বরে যদি কোনও শিশু বারবার অচৈতন্য হলে বুঝতে হবে সে চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত। তখন অবিলম্বে তাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন। "৷
1965 সালে মহারাষ্ট্রের চাঁদিপুরা গ্রামে এই মারণ ভাইরাস প্রথম দেখা গিয়েছিল । তখন বহু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছিল । তারপর থেকে সেই গ্রামের নাম অনুযায়ী এই রোগের নাম হয়। এতবছর পর আবার গুজরাত, রাজস্থানে এই ভাইরাসে আক্রান্তের হদিশ মিলেছে । এই রোগের লক্ষণ হল প্রবল জ্বর, গা বমি ভাব, মাথা যন্ত্রণা, ডায়রিয়া এবং সব থেকে উল্লেখযোগ্য হল অচৈতন্য হয়ে পড়া ৷