কলকাতা:বিশ্বেডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ একবার আক্রান্ত হলে সারাজীবন ধরে ভুগতে হয় ৷ এই রোগে সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়, নিয়ন্ত্রণে রাখা যায় শুধুমাত্র ৷ ডায়াবেটিসে আক্রান্তদের নিয়ম মেনে চলতে হয় ৷ খাওয়া দাওয়ার প্রতিও বিশেষ নজর দেওয়া প্রয়োজন ৷ এমনকী পানীয়ও ৷ অনেকেরই প্রশ্ন, ডায়েবেটিস রোগীরা কি অ্যালকোহল পান করতে পারেন ? পান করলে কী হবে ? জেনে নিন চিকিৎসকের মতামত ৷
জেনারেল ফিজিশিয়ান ডঃ এস মনোহর বলেন, "তাদের (ডায়াবেটিস রোগী) কোনও অবস্থাতেই অ্যালকোহল পান করা উচিত নয় । সতর্ক করা হয় যে ডায়াবেটিসে অ্যালকোহল পান করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় ৷ কিছুজন মনে করেন অল্প পরিমাণ অ্যালকোহল পান করলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে ৷ এটি একটি কেবলই মিথ ৷"
তিনি আরও বলেন, "সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের স্নায়ুর ক্ষতির ঝুঁকি বেশি । এছাড়াও অ্যালকোহল পান করলে এই সমস্যা আরও খারাপ হয়ে যায় । আপনি যত বেশি সময় ধরে ডায়াবেটিসে ভুগবেন, স্নায়ুর ক্ষতি হওয়ার ঝুঁকি তত বেশি । এই কারণে অনেকে এই সমস্যায় অ্যালকোহল পান করলে অসাড়তা, জ্বালাপোড়া এবং স্নায়ুতে ঝিঁঝিঁর অনুভূতি হয় ৷ ফলে স্নায়ুগুলি অসাড় হয়ে যেতে পারে ৷"