পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

বায়ুদূষণ ক্যানসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে, বলছে গবেষণা - Air Pollution Can Cause cancer - AIR POLLUTION CAN CAUSE CANCER

Air pollution: কোনও কোনও জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে ৷ সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে, বায়ুদূষণের প্রভাবে বাড়ছে ক্যানসারের ঝুঁকি ৷

Air pollution News
বায়ুদূষণের প্রভাবে বাড়ছে ক্যানসারের ঝুঁকি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 1:43 PM IST

Updated : Jun 28, 2024, 4:22 PM IST

হায়দরাবাদ:বিশেষজ্ঞদের মতে, বায়ু দূষণ স্বাস্থ্যের নানা সমস্যা বাড়ানোর পাশাপাশি ক্যানসারের কারণ হয়ে ওঠে । বিশেষজ্ঞরা আরও জানান পরিবেশ দূষণের নানারকম ভাগ রয়েছে । যেমন, বায়ু দূষণ, শব্দ দূষণ ইত্য়াদি ৷ ক্যানসারের আরেক কারণ হতে পারে বায়ু দূষণ ৷ এর ফলে ধুলো-বালি আমাদের শরীরে প্রবেশ করে ফলে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে ৷ ফলে শরীরে রক্ত চলাচলে বাধা হতে পারে ৷

এছাড়াও, আরও নানা কারণে বায়ু দূষণ হয়ে থাকে । প্রত্যেকটা কারণই ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা । যার ফলে হতে পারে ক্য়ানসারের মতো মারণ রোগ ৷

সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে, বায়ুদূষণের প্রভাবে বাড়ছে ক্যানসারের ঝুঁকি ৷ পাশাপাশি, বায়ুদূষণের প্রভাবে হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যায় ৷ বায়ু দূষণের সরাসরি প্রভাব রয়েছে ক্যানসারে ক্ষেত্রে ৷ এই সম্পর্কে তথ্য 2000 থেকে 2023 সালের মধ্যে প্রকাশিত বেশ কয়েকটি গবেষণাপত্র বিশ্লেষণ করে এটি চিহ্নিত করা হয়েছে ।

গবেষকরা জানান, পার্টিকুলেট ম্যাটারের (PM2.5) এক্সপোজার শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার ক্ষমতা এবং প্রদাহের বিরুদ্ধে শারীরিক প্রতিরোধ ক্ষমতাকে হ্রাস করে । হৃদরোগ ও ক্যানসারের উপর দূষণের প্রভাব প্রমাণ করার জন্য একটি সাম্প্রতিক গবেষণা পরিচালিত হয়েছিল । সেখানে গবেষকরা জানান, ফুসফুসের ক্যানসার বায়ু দূষণের ভূমিকা অনস্বীকার্য ৷ এমনকি দূষণের স্বল্পমেয়াদী প্রভাবও ক্যানসার আক্রান্তদের হার্টকে দ্রুত ক্ষতিগ্রস্ত করতে পারে ।

এটি ব্যাখ্যা করা হয়েছে যে ধনী দেশগুলির তুলনায় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে বায়ু দূষণের কারণে মৃত্যুর ঝুঁকি 100 গুণ বেশি । এই দেশগুলিতে ক্যানসারে মৃত্যু 65 শতাংশ এবং হৃদরোগে মৃত্যুর হার 70 শতাংশেরও বেশি । গবেষকরা মনে করেন, পরিবেশগত কারণগুলি হার্টের সমস্যা ও ক্যানসারের ঝুঁকির মূলে রয়েছে ৷ এছাড়াও, গবেষকরা জানান, বায়ু দূষণের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকিও বাড়ে ।

Last Updated : Jun 28, 2024, 4:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details