হায়দরাবাদ/কলকাতা, 11 নভেম্বর: আজকের তারিখটা জ্যোতিষ শাস্ত্রে নাকি বিশেষভাবে উল্লেখ্যযোগ্য ৷ আজকের দিনে নাকি ইউনিভার্স অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড থেকে সকলের জন্য বিশেষ মেসেজ আসে যা কি না, বদলে দিতে পারে ভাগ্য ৷ সত্যি না মিথ্যে নাকি পুরোটাই মিথ, সেই তর্কে না গিয়ে ট্রেন্ডের সঙ্গে গা ভাসিয়েছেন টলিউডের দুই অভিনেত্রীও ৷ স্বাগতা মুখোপাধ্যায় ও শ্রুতি দাসও বিশেষ এই দিনের মাহাত্ম্যকে অস্বীকার করছেন না ৷ তারই ঝলক মিলল সোশাল মিডিয়ার পেজে ৷
স্বাগতা সোশাল পেজে লেখেন, "এখন 11.11 ম্যাজিক নম্বর ৷" এই বার্তার পর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত ৷ এই বিষয়ে তিনি বলেন, "গত দু'দিন ধরে এটা শুনছি ৷ মজা লাগল ৷ আসলে পজিটিভলি যে কোনও কাজ করাকে আমি সমর্থন করি ৷ এটা যদি কারোর ক্ষতি না করে, কারোর বিশ্বাসকে আরও দৃঢ় করে তাহলে মানতে অসুবিধা নেই ৷"
অভিনেত্রী আরও বলেন, "আমাদের মা, মাসি, ঠাকুমার কাছ থেকে 11.11 শিখিনি ৷ এত বয়সে এই সব করলে কি লাভ হবে? কিছুই হবে না আমাদের ৷" বলতে গিয়ে হেসে ফেলেন অভিনেত্রী ৷ তবে তিনি জানান, এটা যদি কারোর আত্মবিশ্বাস বাড়ায় তাঁর করা উচিত ৷ মনের ভিতর একটা পজিটিভিটি আসবে, এটা ভালো ৷ সেটা যদি 11.11 করে হয় বা ঠাকুর পুজো করে হয়, যদি গরীব মানুষদের সেবা করে হয় তাহলে সেটাই করা উচিত ৷