কলকাতা, 26 জুন:দিনকয়েক আগেও আবেগ মাখা পোস্টে ধরা দিয়েছেন বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় অভিনেতা শুভ্রজিৎ সাহা এবং প্রিয়াঙ্কা মিত্র । হঠাৎ কী এমন হল যে, রাতারাতি অন্য একজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন শুভ্রজিৎ ? আবারও কি প্রেম ভাঙার গল্প টেলিপাড়াতে ? উত্তর মিলতে সময় লাগেনি । আসল ব্যাপারটা ঘটছে ছোটপর্দায় । 'কনস্টেবল মঞ্জু' ধারাবাহিকে মঞ্জু (দিয়া বসু) আর অর্জুনের (শুভ্রজিৎ সাহা) বিয়ে । অর্থাৎ ফের ছোটপর্দায় বিয়ের মরসুম । গায়ে হলুদ থেকে শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান, কালরাত্রি, ভাত কাপড়, রিসেপশন বাদ পড়বে না কোনওটাই ।
বাংলা সিরিয়ালে বিয়ে মানেই তো গুছিয়ে আয়োজন । বাঙালি বিয়েতেও নয়া ট্রেন্ড চালু করেছে এই বাংলা সিরিয়াল । মেহেন্দি এবং সঙ্গীতের আয়োজনের কথা মাথায় রেখে বাস্তবের বিয়েতেও আজকাল এই দুটি অনুষ্ঠানের রমরমা । তা সে যাই হোক, ছোটপর্দায় এবার কার সঙ্গে কার বিয়ে ? 'কনস্টেবল মঞ্জু' ধারাবাহিকের মঞ্জুর সঙ্গে অর্জুনের বিয়ে । সেখানেও আছে গণ্ডগোলের হাতছানি । বলা বাহুল্য, বাংলা ধারাবাহিকে সুস্থ স্বাভাবিক বিয়ের থেকে 'ঘটনাচক্রে বিয়ে', 'নিরুপায় বিয়ে' দেখতেই আজকাল অভ্যস্ত হয়ে পড়েছে দর্শক । তবে, এই ধারাবাহিকে পাত্র এবং পাত্রী দুজনেই একে-অপরকে বিয়ে করতে চায় । পরিস্থিতি তাদের কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় সেটাই দেখার ।