কলকাতা, 27 ফেব্রুয়ারি: গত শুক্রবারই সারা ভারতেই বড় পর্দায় মুক্তি পেয়েছে বিদ্যুৎ জামাল, অর্জুন রামপাল, নোরা ফাতেহি এবং অ্যামি জ্যাকসন অভিনীত অ্যাকশন-প্যাকড ফিল্ম 'ক্র্যাক-জিতেগা তো জিয়েগা'। বক্সঅফিসে আপাতত ধীর গতিতে এগোচ্ছে ছবির সাফল্য ৷ তার মাঝেই তিলোত্তমায় ক্র্যাক ছবির প্রোমোশনে হাজির হয়েছিলেন অভিনেতা বিদ্যুৎ জামাল ৷ স্ট্রিট ফুড চেখে দেখা দেখে হলুদ ট্যাক্সিতে চালিয়ে নস্ট্যালজিক 'কম্যান্ডো' অভিনেতা ৷
আদিত্য দত্ত পরিচালিত অ্যাকশন ছবিতে বিদ্যুৎ-এর চরিত্র দর্শক দরবারে প্রশংসিত ৷ তবে এখনও চলছে ছবির প্রোমোশন ৷ এবার অভিনেতা এলেন কলকাতায় ৷ হলুদ ট্যাক্সিতে ঘোরা থেকে শুরু করে স্ট্রিট ফুড চেখে দেখা, সব কিছুরই মজা নিলেন অভিনেতা। চেটেপুটে খেলেন কলকাতার মিষ্টি। এখানেই শেষ নয়, কলকাতার একটি কলেজেও ঝটিকা সফরে যান বিদ্যুৎ। স্বভাবতই তাঁকে ঘিরে উন্মাদনা শুরু হয় কলেজে। বলিউড তারকাকে হাতের নাগালে পেয়ে শুরু হয় সেলফি তোলার হিড়িক। সকলের সঙ্গে গ্রুপ ফোটো তুলতে এদিন ভোলেননি নায়ক।
'অ্যাকশন হিরো ফিল্মস'-এর সহযোগিতায় বিদ্যুৎ জামালের নিজের প্রযোজনায় 23 ফেব্রুয়ারি সারাদেশে মুক্তিপ্রাপ্ত এই ছবির কেন্দ্রে রয়েছে মুম্বইয়ের এক বস্তির ছেলে সিদ্ধু। তাঁর হারিয়ে যাওয়া ভাইয়ের ব্যাপারে সত্য উদঘাটন করতে মরিয়া। এটি মূলত একটি স্পোর্টস অ্যাকশন ফিল্ম। প্রসঙ্গত, ছবির প্রচারে বলিউড তারকাদের কলকাতায় আগমন নতুন কোনও ঘটনা নয়। কারণ তিলোত্তমার মানুষ সিনেমাপ্রেমী।
ভালো সিনেমা প্রেক্ষাগৃহে এলে কলকাতাবাসী ঘরে বসে থাকতে পারে না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে তারা ঝড় বৃষ্টির ভোরেও পাড়ি দিতে রাজি সিনেমা হলে। এমন ঘটনা সম্প্রতি দেখা গিয়েছে 'ডাঙ্কি' রিলিজের দিনই। যে কোনও ভালো এবং সাড়া জাগানো ছবি মানেই কলকাতাবাসী এগিয়ে। তাই তাঁদের কাছে একবার ছুটে গেলে মন্দ কী? এ কথা বিলক্ষণ জানেন এবং মানেন মায়ানগরীর তারকারাও।