মুম্বই, 4 জুন: বরুণ ও নাতাশার জীবনে তৃতীয় জনের প্রবেশ ৷ কন্যা সন্তানের জন্ম দিলেন নাতাশা দালাল ৷ বাবা হলেন বরুণ ধাওয়ান ৷ খুশির হাওয়া ধাওয়ান পরিবারের ৷ সোমবার রাতেই মুম্বইয়ের এক হাসপাতালে ভরতি করা হয় নাতাশাকে ৷ বরুণের সঙ্গে উপস্থিত ছিলেন বাবা ডেভিড ধাওয়ানও ৷ শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা ৷
এএনআই সূত্রে খবর, রাতেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নাতাশা ৷ খবরটি নিশ্চিত করেছেন ঠাকুরদা ডেভিড ধাওয়ান ৷ এদিন হাসপাতাল ছাড়ার সময় পাপারাৎজিদের দেখে থাম্বসআপও দেখান বরুণ ৷ চলতি বছরের ফেব্রুয়ারি বরুণ ও নাতাশা পরিবারের নতুন সদস্য আগমনের খবর শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷
কিউট কাপল একটি সাদা-কালো ছবি শেয়ার করেন ইন্সটাগ্রামে ৷ সেখানে দেখা যায় নাতাশার বেবি বাম্পে স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন বরুণ ৷ সেই ছবি শেয়ার করে 'বদ্রীনাথ কী দুলহানিয়া' ছবির অভিনেতা জানান, "আমরা অন্তঃসত্ত্বা ৷ আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসার প্রয়োজন ৷" বরুণ দীর্ঘদিনের বান্ধবী নাতাশার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন 2021 সালের 24 জানুয়ারি ৷ কাছের বন্ধু-পরিবারকে সাক্ষী রেখে চার হাত এক হয় তাঁদের ৷ বলিউডের সকল তারকাদের উপস্থিত না হওয়ার আর একটি কারণ ছিল অতিমারি করোনা ৷ প্যান্ডেমিকের সময় দুই তারকা ঘরোয়াভাবেই নিজেদের বিয়েটা সারেন ৷
কাজের দিকে নজর দিলে দেখা যায়, বরুণের আপকামিং অ্যাকশন ছবি 'বেবি জন' খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৷ ছবিটি পরিচালনা করেছেন এ কলিসওয়ারান ৷ ছবিটির সঙ্গে যুক্ত রয়েছেন জওয়ান খ্যাত পরিচালক অ্যাটলিও ৷ জিও স্টুডিয়ো ও সিনেওয়ান স্টুডিয়োর পাশাপাশি প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাটলি ৷ পাশাপাশি সিটাডেল সিরিজেও দেখা যাবে বরুণকে ৷ তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে ৷ হাতে রয়েছে শশাঙ্ক খৈতান পরিচালিত সংস্কারি কি তুলসী কুমারি ৷