পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মান্ডি তুমি কার, রাজা বিক্রমাদিত্য না রানি কঙ্গনার? - Lok Sabha Election Results 2024

Himachal Exit Poll 2024: মান্ডির ভবিষ্যৎ থাকবে কার হাতে? বলিউড কুইন কি মান্ডি কুইন হতে পারবেন? প্রথমবার রাজনীতির ময়দানে নামা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কি পাহাড়বাসীর মন জয় করতে পারলেন? নাকি রাজনীতির আঙিনায় বড় হওয়া বিক্রমাদিত্য সিং-কেই বেছেছেন মান্ডিবাসী? এক্সিট পোল বলছে, হিমাচলে কংগ্রেস পেতে পারে একটি থেকে দুটি আসন ৷ তবে শেষ হাসি কে হাসবেন তা জানা যাবে মঙ্গলবার ৷

Himachal Exit Poll 2024
কার দখলে মান্ডি ? (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 7:59 PM IST

সিমলা, 3 জুন: চলতি লোকসভা নির্বাচনে অন্য আসনের মতোই সকলের নজর রয়েছে হিমাচলের ছোট্ট আসন মান্ডির দিকে ৷ লোকসভা নির্বাচনের টিকিট দিয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে বিনোদনের লাইমলাইট থেকে রাজনীতির ময়দানে নিয়ে এসেছে বিজেপি ৷ যদিও সেখানে প্রচারের আলোয় থাকতে কোনও রকম খামতি রাখেননি অভিনেত্রী কঙ্গনা ৷

অন্যদিকে, কুইনকে সমানে সমানে টক্কর দেওয়ার জন্য কংগ্রেস সামনে এনেছে রাজাকে ৷ হিমাচল প্রদেশের চারবারের মুখ্যমন্ত্রী প্রয়াত বীরভদ্র সিংয়ের ছেলে ও ক্যাবিনেট মন্ত্রী বিক্রমাদিত্য সিং লড়ছেন এখান থেকে ৷ 2014 ও 2019 সালে এই আসন জিতেছে বিজেপি ৷ ফলে বিজেপিকে আটকাতেই মরিয়া কংগ্রেস ৷ পয়লা জুনই ইভিএমে রাজা-রানির ভাগ্য বন্দি হয়ে গিয়েছে ৷ 4 জুন সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা ৷ এরপরই বোঝা যাবে কী হতে চলেছে।

1 তারিখ ভোট শেষ হতেই বিভিন্ন এক্সিট পোল এসেছে প্রকাশ্যে ৷ সাত দফা লোকসভা নির্বাচনের শেষ দফা সম্পন্ন হতেই একাধিক বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে, হিমাচলে কংগ্রেস পেতে পারে 1টি থেকে 2টি আসন ৷ বিশেষজ্ঞদের মতে, মান্ডিতে কংগ্রেসের জেতার সম্ভাবনাই বেশি ৷ অন্যদিকে, এই আসনে কঙ্গনাকে জেতাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েটরা প্রচার সেরেছেন ৷ তার কি প্রভাব পড়বে না? তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে ৷ তবে প্রার্থীদের ভাগ্যে কী রয়েছে তা ইভিএম খুললেই জানা যাবে ৷ পাশাপাশি, কঙ্গনাকে টিকিট দেওয়া নিয়ে ক্ষোভ রয়েছে বিজেপির অন্দরেই ৷ সেটা অবশ্যই কংগ্রেসের কাছে অ্যাডভান্টেজ ৷

আর হয়তো বিজেপি নেতাদের ক্ষোভ আঁচ করতে পেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ আর তাই, দেশের বড় বড় আসনের প্রচারের মাঝে কঙ্গনার সমর্থনে 24 মে মিছিল করেন মোদি ৷ ফলে এর থেকে আন্দাজ করাই যায়, মান্ডি আসনে বিক্রমাদিত্য সিংয়ের সঙ্গে কঙ্গনার লড়াই খুব যে সহজ নয়, তা বুঝেছেন প্রধানমন্ত্রীও ৷ এরপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও হিমাচলে কঙ্গনার সমর্থনে দুটি মিছিল করেন ৷ এই ব়্যালিতেই যোগী কঙ্গনা রানাওয়াতের প্রশংসা করতে গিয়ে মহারানি লক্ষ্মীবাঈ, মীরাবাঈ ও মহারানি পদ্মিনীর মতো মহান নারীদের নাম উল্লেখ করেন ৷ এমনকী, মঞ্চ থেকে কঙ্গনাকে নিজের বোন বলেও সম্বোধন করেন যোগী ৷ পাশাপাশি কঙ্গনার সমর্থনে প্রচার সারেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ভোট ঘোষণার পর থেকে টানা দু'মাস নির্বাচনী প্রচারের কাজে যুক্ত ছিলেন ৷ কঙ্গনা রানাওয়াতের প্রায় প্রতিটা জনসভা ও মিছিলে তিনি উপস্থিত ছিলেন ৷ আসলে কোথাও না কোথাও মান্ডি আসন হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সম্মান রক্ষার লড়াই ৷

প্রচারে প্রথম সারির নেতারা থাকলেও কঙ্গনা বরাবরই নিজেকে হিমাচলের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছেন ৷ 24 মার্চ কঙ্গনা রানাওয়াত বিজেপির হয়ে টিকিট পান ৷ একদিকে তিনি যেমন মান্ডির জনগণের কাছে গিয়েছেন তেমনই বিক্রমাদিত্য সিং-কে রাজনীতির পরিভাষায় আক্রমণও করেছেন ৷ একদিকে মোদি ম্যাজিক ও অন্যদিকে রামমন্দির তৈরির প্রভাবে তিনি যে জিততে পারেন, তা নিয়ে আশাবাদী অভিনেত্রী ৷ যাই হোক, হিমাচল প্রদেশের মান্ডি আগামী পাঁচ বছরের জন্য রাজা না রানি কাকে বাছে তা জানা আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ৷

আবার একবার মোদি সরকার ! তেমনই পূর্বাভাস এক্সিট পোলে

ABOUT THE AUTHOR

...view details