কলকাতা, 20 ফেব্রুয়ারি: কলকাতায় আয়োজিত প্রথম ফরাসি চলচ্চিত্র উৎসবে শহরে এসেছিলেন হিন্দি ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ। এরপর রবিবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত 'নিপীড়িতের জগঝম্প' শীর্ষক এক সাংস্কৃতিক প্রতিবাদী অনুষ্ঠানে অনুরাগ কাশ্যপ বাংলা ছবিকে 'ঘাটিয়া' (জঘন্য) বলেন। পরে অবশ্য তিনি একথাও স্বীকার করেছেন যে বাংলা ছবি খুব কমই দেখা হয় তাঁর। পরে তিনি নিজেকে সামলে নিয়ে সাবধানী হয়েই বলেন, "বাংলা ছবি এক সময়ে এভারেস্টের চূড়ায় ছিল। হিন্দি ছবিরও মান নেমেছে। তবে সেটা সেকেন্ড ফ্লোর থেকে মাটিতে পড়েছে আর বাংলা ছবি এভারেস্টের চূড়া থেকে মাটিতে পড়েছে। দুটোর মধ্যে পার্থক্য আছে।"
অনুরাগের 'ঘাটিয়া' মন্তব্যে উত্তাল টলিউড, কড়া প্রতিক্রিয়া ব্রাত্য-কৌশিকদের - অনুরাগ কাশ্যপ
Tollywood Hits Back Anurag Kashyap:বাংলা সিনেমাকে 'ঘাটিয়া' বলে সমালোচনার মুখে অনুরাগ কাশ্যপ, প্রতিক্রিয়া জানাল বাংলা বিনোদন দুনিয়া ৷ কৌশিক সেন থেকে ব্রাত্য বসু, সুদীপ্তা চক্রবর্তীরা মিশ্র প্রতিক্রিয়া জানালেন অনুরাগ কাশ্যপের এহেন মন্তব্যে ৷
Etv Bharat
Published : Feb 20, 2024, 6:36 PM IST
অনুরাগ কাশ্যপ নিজমুখে স্বীকার করেছেন যে বাংলা ছবি তাঁর খুব কমই দেখা হয়। অথচ দায়িত্ব নিয়ে বাংলা ছবির আজকের হাল হকিকত নিয়ে তিনি কথা বললেন। তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাংলা বিনোদন দুনিয়ায়।
- এই ব্যাপারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর মতামত জানতে চাইলে তিনি ইটিভি ভারতকে তিনি বলেন, "প্রথম কথাটা আমি 'পজিটিভ' হিসেবেই নিয়েছি। উনি বলেছেন বাংলা ছবি একসময়ে এভারেস্টের চূড়ায় ছিল। তিনি যে এটা জানেন এবং মানেন এতে আমি খুশি। তিনি আবার এও বলেছেন এভারেস্ট থেকে বাংলা ছবি পড়ে গিয়েছে। আমার মনে হয় না সব বাংলা ছবি দেখে উনি একথা বলেছেন। কিছু বাংলা ছবির মান নেমেছে একথা যেমন ঠিক, তেমনি আবার ভালো ছবিও তো হচ্ছে।"
- এরপর তিনি বলেন, "তবে বাংলায় অনেক কাজ হচ্ছে। এটা অস্বীকারের জায়গা নেই। তার মধ্যে তাই একটা-দু'টো খারাপ হচ্ছে। আমার মতে বিগ বাজেটের শিওর শট বাংলা ছবির জায়গায় যেগুলি কম বাজেটের, অপরিচিত মুখ যে ছবিতে আছে, নতুন পরিচালকের বানানো ছবিগুলি কোনও ফেস্টিভ্যালের সময়ে যেমন ঈদ, দুর্গাপুজো, ক্রিস্টমাসে রিলিজ করানো উচিত।"
- তাহলে তো সেগুলি দেখতেও দর্শক সিনেমাহলে যাবে। সেটা কি হচ্ছে? আমরা কি জায়গা দিচ্ছি তাদের? উত্তরে, "আমার মনে হয় আয়নার সামনে দাঁড়িয়ে ভুলগুলো শুধরে নেওয়া উচিত। অনুরাগ কাশ্যপ তো হিন্দি ছবিরও মান নেমে যাওয়ার কথা বলেছেন। সুতরাং অনুরাগ কাশ্যপ কী বললেন তার থেকে অনেক বেশি জরুরি আমাদের কাজের দিকে, সিদ্ধান্তের দিকে নজর দেওয়া। অনেক প্রযোজক হয়তো আমার কথা শুনে হাসবে যে এ কী বলছে? এত টাকা দিয়ে সিনেমা বানিয়েছি ফেস্টিভ্যালে আনব না! তা হলে টাকা আসবে কী করে!
- অভিনেতা কৌশিক সেন এবিষয়ে বলেন, "অনুরাগ যেটা বলেছেন সেটাকে পজিটিভ সমালোচনা হিসেবেই নেওয়া উচিত বলে মনে করি আমি। বাংলা ছবি শুধু সত্যজিৎ রায়, মৃণাল সেন কিংবা ঋত্বিক ঘটকের হাত ধরে এভারেস্টে ওঠেনি। আবার এও ঠিক কমার্শিয়াল বাংলা ছবির মান এখন অনেক পড়ে গিয়েছে।"
- নাট্য নির্দেশক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক দৈনিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "অনুরাগের নিজের ছবিই এখন চলে না। সাম্প্রতিক ছবিটাই তো মুখ থুবড়ে পড়েছে। শিল্পীদের নিজস্ব আবেগ-হতাশা থাকে। সেই নিয়ে এত সিরিয়াস হওয়ার কারণ নেই।"
এই ব্যাপারে গৌতম ঘোষ, কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সাড়া মেলেনি তাঁদের।