পশ্চিমবঙ্গ

west bengal

'রাত এখন শুধু মেয়েদের...'- অন্ধকার শহরে জমায়েত করছেন স্বস্তিকা-শ্রীলেখা-মানসী - RG Kar Doctor Rape and Murder

By ETV Bharat Entertainment Team

Published : Aug 12, 2024, 2:22 PM IST

Tollywood Celeb Protest on RG kar Incident: ছোটবেলা থেকে এই কথা শুনেই বড় হওয়া মেয়েদের রাতে বেরোতে নেই ৷ এটাও বলা হয়, রাতে মেয়েরা নিরাপদ নন ৷ কিন্তু কেন? রাতের অন্ধকার নিজের শহর অচেনা হয় কেন? আরজি কর হাসাপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় প্রশ্ন তুললেন তারকা থেকে সাধারণ মানুষ ৷ স্বাধীনতার মধ্য রাতে শহর কলকাতায় জমায়েতের বার্তা ৷ আপনি আসছেন তো?

Tollywood Celeb Protest on RG kar Incident
অন্ধকার শহরে জমায়েত করছেন স্বস্তিকা-শ্রীলেখা-মানসী (সোশাল মিডিয়া)

কলকাতা, 12 অগস্ট: টানা কাজ করার পর সেমিনার হলে একটু বিশ্রাম নিতে গিয়েছিলেন মহিলা ডাক্তারি পড়ুয়া ৷ সেই হলেই শেষ চোখ বুজলেন তিনি ৷ অমানবিকভাবে ধর্ষণ-খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে কলকাতা ৷ হাসপাতালেও একটা মেয়ে নিরাপদ নন? প্রশ্ন তুলেছেন সকলে ৷ প্রশ্ন উঠেছে নিজের ভালোবাসার শহরে মেয়েরা কেন নিরাপদ নন ৷ মহিলা ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার চেয়ে সোচ্চার তারকা থেকে আমজনতাও ৷ রাতের রাস্তায় মেয়েদের জমায়েত নিয়ে বার্তা স্বস্তিকা মুখোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, কিঞ্জল চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্রর ৷

শনিবার রাতেই সোশাল মিডিয়ায় স্বস্তিকা লেখেন, "এই শহর আমাদেরও। এই দেশ আমাদেরও। এই পৃথিবী আমাদেরও।সবাই আসুন। যে যেখানে পারবেন আসুন। নিজের এলাকায় জড়ো হোন। নিজের পাড়ায় জড়ো হোন। নিজের গ্রামে জড়ো হোন। নিজের পঞ্চায়েত এলাকায় জড় হোন। ওদের জানান ৷ এই রাস্তা আমাদেরও ।

অভিনেতা-পরিচালক তথাগত মেয়েদরে জন্য অন্যরকম রাতের কল্পনা করেছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "এটা যেন সত্যি হয়...সাঁ সাঁ শব্দ করে সাইলেন্সারহীন যে বাইকটা পাশ দিয়ে বেরিয়ে গেল সেটার চালক একজন মহিলা। যে দু তিনজন বন্ধু গালিগালাজ করতে করতে হালকা বেসামাল হয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তাঁরাও সবাই মেয়ে। পানশালায় ছেলেটির পোল ডান্স দেখে যাঁরা চিৎকার করছেন, সিটি দিচ্ছেন তাঁদের মধ্যে একজনও ছেলে নেই। অন্ধকার গলির মুখে জটলা করে যে ক'জন মদ খেয়ে হল্লা করছে, চিৎকার করে, তাঁরা সবাই মেয়ে।"

তিনি আরও লেখেন, ফুটপাতে শুয়ে থাকা মেয়েটা একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়ায় একটা বিড়ি ধরাল। সিনেমা শেষ হতে অনেক রাত হয়েছে তাই প্রেমিককে বাড়ি পৌঁছতে এসেছে প্রেমিকা । ছেলের ফিরতে রাত হয়ছে তাই মা রাস্তার মোড় অবধি খালি পায়চারি করছেন। তিনটে মহিলা পুলিশের আজ সারারাত ডিউটি পড়েছে সোনাগাছিতে,পরশু একটা ছেলে বেশ্যা খুন হয়েছে ওখানে। একটা মেয়ের গলা পাচ্ছি কারুর নাম ধরে রাস্তায় খিস্তি দিচ্ছে। আর আমি ঘরে লুকিয়ে আছি, যেন সিগারেট অবধি কিনতে বেরোতে না হয়। আমি তো কাপুরুষ, ভীতু, ধান্দাবাজ, ধর্ষকদের প্রতিনিধি। আমায় যেন রাতে কোথাও বেরোতে না হয়। কারণ রাত এখন শুধু মেয়েদের। শহরে মধ্যরাত শাসন করে শুধু মেয়েরা।"

গায়ক কিঞ্জল চট্টোপাধ্যায় লেখেন, "জাগবে রাত.. ভোর হবে বলে..(রাজনীতি নয়.. এবার সঠিক বিচার হোক) ৷ " আরজি করের ঘটনায় নিন্দা করেন অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা, অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী ৷ কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন কবি শ্রীজাত ৷

অভিনেতা রুদ্রনীল ঘোষও মেয়েদের নিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছেন ৷ মহিলা ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় নির্মম সত্য ও যন্ত্রণা ফুটে উঠেছে রুদ্রনীলের কবিতায় ৷ ন্যায় চেয়ে 14 অগস্ট রাত 11.55 মিনিটে যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজস্ট্রিটে জমায়েত হতে চলেছেন তারকা থেকে সাধারণ মানুষ ৷ মেয়েরা রাত দখল করুক, স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য এই পদক্ষেপে যোগ দিতে পারেন আপনিও ৷

ABOUT THE AUTHOR

...view details