কলকাতা, 12 অগস্ট: টানা কাজ করার পর সেমিনার হলে একটু বিশ্রাম নিতে গিয়েছিলেন মহিলা ডাক্তারি পড়ুয়া ৷ সেই হলেই শেষ চোখ বুজলেন তিনি ৷ অমানবিকভাবে ধর্ষণ-খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে কলকাতা ৷ হাসপাতালেও একটা মেয়ে নিরাপদ নন? প্রশ্ন তুলেছেন সকলে ৷ প্রশ্ন উঠেছে নিজের ভালোবাসার শহরে মেয়েরা কেন নিরাপদ নন ৷ মহিলা ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার চেয়ে সোচ্চার তারকা থেকে আমজনতাও ৷ রাতের রাস্তায় মেয়েদের জমায়েত নিয়ে বার্তা স্বস্তিকা মুখোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, কিঞ্জল চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্রর ৷
শনিবার রাতেই সোশাল মিডিয়ায় স্বস্তিকা লেখেন, "এই শহর আমাদেরও। এই দেশ আমাদেরও। এই পৃথিবী আমাদেরও।সবাই আসুন। যে যেখানে পারবেন আসুন। নিজের এলাকায় জড়ো হোন। নিজের পাড়ায় জড়ো হোন। নিজের গ্রামে জড়ো হোন। নিজের পঞ্চায়েত এলাকায় জড় হোন। ওদের জানান ৷ এই রাস্তা আমাদেরও ।
অভিনেতা-পরিচালক তথাগত মেয়েদরে জন্য অন্যরকম রাতের কল্পনা করেছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "এটা যেন সত্যি হয়...সাঁ সাঁ শব্দ করে সাইলেন্সারহীন যে বাইকটা পাশ দিয়ে বেরিয়ে গেল সেটার চালক একজন মহিলা। যে দু তিনজন বন্ধু গালিগালাজ করতে করতে হালকা বেসামাল হয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তাঁরাও সবাই মেয়ে। পানশালায় ছেলেটির পোল ডান্স দেখে যাঁরা চিৎকার করছেন, সিটি দিচ্ছেন তাঁদের মধ্যে একজনও ছেলে নেই। অন্ধকার গলির মুখে জটলা করে যে ক'জন মদ খেয়ে হল্লা করছে, চিৎকার করে, তাঁরা সবাই মেয়ে।"