পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রকাশ্যে 'দ্য ক্রিউ' টিজার, নজর কাড়লেন করিনা-কৃতি-তাবু - The Crew

The Crew Movie: অন্যরকম অবতারে দেখা যাবে করিনা কাপুর খান, তাবু ও কৃতি শ্যাননকে ৷ প্রকাশ্যে 'দ্য ক্রিউ' ছবির টিজার ৷ সোশাল মিডিয়ায় শুভেচ্ছা অনুরাগীদের ৷

The Crew Movie
প্রকাশ্যে 'দ্য ক্রিউ' টিজার

By PTI

Published : Feb 2, 2024, 7:23 PM IST

মুম্বই 2 ফেব্রুয়ারি: মুক্তির অপেক্ষায় করিনা কাপুর খান, তাবু ও কৃতি স্যানন অভিনীত 'দ্য ক্রিউ' ৷ শুক্রবারই প্রকাশ্যে এসেছে ছবির ঝলক ৷ পাশাপাশি জানানো হয়েছে কবে প্রেক্ষাগৃহে আসছে কমেডির মোড়কে তৈরি 'দ্য ক্রিউ' ৷

এ দিন করিনা ছবির টিজার শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়োতে দেখা যায়, তিনজন বিমান সেবিকা লাল রঙের অফিসিয়াল পোশাক পরে বিমানবন্দরে হেঁটে যাচ্ছেন ৷ পোস্টে লেখেন, "তৈরি হয়ে নিন ৷ নিজেদের পপকর্ন রেডি করে নিন ৷ খুব শীঘ্রই আসছে 'দ্য ক্রিউ' ৷ মার্চেই ছবির মুক্তি ৷" কৃতি ও তাবুও টিজারের ক্লিপ শেয়ার করেছেন ইনস্টাগ্রাম পেজে ৷

ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন 'লুটকেস' খ্যাত পরিচালক রাজেশ কৃষ্ণাণ ৷ ছবি প্রযোজনার দায়িত্বে রিয়া কাপুর ও একতা আর কাপুর ৷ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জকেও ৷ অতিথি শিল্পী হিসাবে ছবিতে দেখা যাবে কপিল শর্মাকেও ৷ এই নিয়ে দ্বিতীয়বার একতা কাপুর ও রিয়া কাপুর কাজ করতে চলেছেন একসঙ্গে ৷ এর আগে তাঁরা জুটি বেঁধেছিলেন 2018তে মুক্তি পাওয়া 'ভিরে দি ওয়েডিং' কমেডি ছবিতে ৷

শশাঙ্ক ঘোষ পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় করিনা কাপুর খান, সোনম কাপুর আহুজা, স্বরা ভাস্কর ও শিখ তালসানিয়াকে ৷ মহিলাকেন্দ্রিক এই ছবি দর্শক দরবারে প্রশংসিত হয় ৷ মজার বিষয় ছিল, কমেডি ছবি 'ভিরে দি ওয়েডিং'-এর বাজেট ছিল 28 কোটি টাকা ৷ বক্সঅফিসে এই ছবি আয় করে 139 কোটি টাকা ৷ আবার একতা ও রিয়ার প্রযোজনায় আসতে চলেছে মহিলা কেন্দ্রিক ছবি ৷ সেই ছবি ঘিরে উত্তেজনার পারদ বাড়ছে অনুরাগীদের মধ্যে ৷ পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে কৃতি শ্যানন-শাহিদ কাপুর অভিনীত 'তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া' ৷ অন্যদিকে, তাবুকে দেখা গিয়েছে ওয়েব সিরিজ 'খুফিয়া'তে ৷ করিনা কাপুর খানকে শেষ দেখা গিয়েছে 'জানে জা' ছবিতে ৷

ABOUT THE AUTHOR

...view details