হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর:প্রযোজক হিসাবে প্রথমবার আত্মপ্রকাশ করিনা কাপুর খানের ৷ পাশাপাশি কোনও থ্রিলার ছবিতে গোয়েন্দার চরিত্রেও প্রথমবার পর্দায় আসছেন অভিনেত্রী ৷ মুক্তি পেতে চলেছে'দ্য বাকিংহাম মার্ডার্স' ৷ প্রকাশ্যে এল থ্রিলার ছবির ট্রেলার ৷ 13 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি ৷ হনশল মেহতা পরিচালিত এই ছবি গত বছর জিও মামি ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল ৷ সেখানে উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয় দ্য বাকিংহাম মার্ডার্স ৷
ট্রেলারে দেখা গিয়েছে, করিনার চরিত্রের নাম জসমিত ভামরা ৷ একাধারে তিনি একজন মা আবার একজন গোয়েন্দা ৷ বাকিংহামশায়ারে এক মৃত্যুর রহস্য কিনারা করতে দেখা যাবে অভিনেত্রীকে ৷ ক্রাইম-ড্রামা এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে শুরু থেকেই উদ্দীপনা নজরে আসে ৷ ট্রেলার সেই পারদ বাড়িয়েছে আরও ৷ সন্তান হারানোর পর কীভাবে করিনা সত্য সন্ধানে পুলিশের সঙ্গে কাজ শুরু করেন তারই ঝলক তুলে ধরা হয়েছে ট্রেলারে ৷