চেন্নাই, 2 ফেব্রুয়ারি: জল্পনা ছিলই ৷ অবশেষে নিজের দলগঠনের কথা ঘোষণা করলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় ৷ শুক্রবার তিনি তাঁর রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন ৷ বিজয় দলের নাম রেখেছেন, তামিলগা ভেত্রি কাজাগাম ৷ বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় তামিলনাড়ুর বিজয় পার্টি ৷ বিজয় এ দিন বলেছেন যে, তাঁর দল রাজ্যের সমস্ত নাগরিকদের মধ্যে সমতা আনার প্রচেষ্টা চালাবে । এই দল 2026 সালে রাজ্য়ের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানিয়েছেন অভিনেতা ৷
নিজের সামাজিক মাধ্যমের পাতায় একটি বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছেন বিজয় ৷ সেখানে তিনি লিখেছেন, "আমি এটাকে তামিলনাড়ুর জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা হিসাবে মনে করছি ৷"
অভিনেতার বিবৃতিতে বলা হয়েছে, রাজনীতি তাঁর কাছে অন্য কোনও পেশা নয়, এটি হল পবিত্র জনসেবা ৷ নির্বাচনী ময়দানে অংশ নেওয়ার জন্য তিনি ভবিষ্যতে টিনসেল স্ক্রিন ছেড়েও দিতে পারেন বলে জানিয়েছেন বিজয় । তিনি বলেন, "আমি ইতিমধ্যে যে চলচ্চিত্রটির প্রতিশ্রুতি দিয়েছি সেই কাজ আমি করব, তবে দলীয় কাজকে প্রভাবিত না করে ৷ সম্পূর্ণভাবে জনসেবার রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করব বলে সিদ্ধান্ত নিয়েছি ।" তাঁর এই ঘোষণায় উচ্ছ্বসিত ভক্তরা ৷