পশ্চিমবঙ্গ

west bengal

'হাত মোটা, ডবল চিন দেখা যাচ্ছে...', হিরোইনসুলভ আচরণকে বিদায় স্বস্তিকার - Swastika Mukherjee

By ETV Bharat Entertainment Team

Published : Sep 10, 2024, 7:55 PM IST

Swastika Mukherjee Protest on RG Kar Case: রূপোলি জগতে অভিনেত্রীদের দেখলে চোখ আটকে যায় তাঁদের সৌন্দর্য ও ব্যক্তিত্বে ৷ কিন্তু সেই সুন্দরতা যখন হ্রাস পায় তখন তাঁরাই হয়ে যান কটাক্ষের শিকার ৷ তবে সেই সব কিছু বর্তমান সময়ে দাঁড়িয়ে মাথায় আনতে নারাজ প্রতিবাদী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷

Swastika Mukherjee
হিরোইনসুলভ আচরণকে বিদায় স্বস্তিকার (সোশাল মিডিয়া)

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: সিলভার স্ক্রিনে এক অভিনেত্রীর অভিনয় যেমন নজর কাড়ে তেমনই চোখে পড়ে তাঁর গঠন ও সৌন্দর্য ৷ যেমন পর্দায় স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখলে অভিনয়ের পাশাপাশি দর্শক মুখে শোনা যায় তাঁর রূপবাহারের প্রশংসা ৷ তাঁদেরও সেই রূপটান ধরে রাখতে করতে হয় নানা কসরত ৷ কিন্তু সেই সব কিছু দূরে সরিয়ে রাখছেন অভিনেত্রী স্বস্তিকা ৷ গ্ল্যামারাস অভিনেত্রী আগে যে ছবি কখনও প্রকাশ্যে আনতে চাইতেন না, আজ সেই ছবি পোস্ট করেই ভালো থাকতে চাইছেন প্রতিবাদী স্বস্তিকা ৷

বর্তমানে আরজি কর কাণ্ডে প্রতিবাদের ঝড় সর্বত্র ৷ শুরু থেকেই বিক্ষোভ-প্রতিবাদে সরব অভিনেত্রী স্বস্তিকাও ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় তেমনই কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ৷ ক্যাপশনে লেখেন, "লড়াই করেই বাঁচতে চাই ৷ মানি-মাম্মা দুঃখ করিস না, তুই সঙ্গেই আছিস । কয়েক মাস আগে হয়ত এই ছবিগুলো কোনওদিন শেয়ার করতাম না, হাত মোটা লাগছে, ডবল চিন দেখা যাচ্ছে, এই সেই ৷ এখন মনে হচ্ছে চুলোয়ে যাক, সর্বস্ব দিয়ে প্রতিবাদটা হোক।বিচার আসুক। তারপর শরীরের দিকে মন দেব। হিরোইন সুলভ আচরণের সময় আবার পরে আসবে।"

বিনোদন জগতের যেন সবকিছু রঙিন মনে হয় আমজনতার ৷ অভিনেতার হিরোসুলভ আচরণ কিংবা অভিনেত্রীর জিরো ফিগার থেকে রূপটান, সবেতেই মোহিত হয়ে যেতে হয় ৷ বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে ৷ কারণ তারকা মানেই চোখের সামনে ভেসে ওঠে তন্বী শরীর, চোখের গভীরতা, গোলাপের পাপড়ির মতো ঠোঁট ৷ তবে নির্যাতিতার বিচায় চেয়ে সরব স্বস্তিকা হিরোইন সুলভ সেই আচরণকে আপাতত দিয়েছেন ছুটি ৷

ABOUT THE AUTHOR

...view details