কলকাতা, 10 ডিসেম্বর: 'ভারতের জাতীয় সিনেমা কী?' এমন বিষয় নিয়ে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এক মনোজ্ঞ আলোচনা সভা বসে শিশির মঞ্চে। আলোচক হিসেবে ছিলেন ফিরদৌসুল হাসান, গৌরী রাম নারায়ণ, শৈবাল চট্টোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, ও.পি শ্রীবাস্তব। আলোচনায় একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসে যে- সিনেমার একটা নিজস্ব ভাষা আছে। সেই ভাষাই তাকে জাতীয় স্তরে পৌঁছে দেয়। এদিনের আলোচনায় উঠে আসে হিন্দি গানের জনপ্রিয়তার বিবর্তনের কথাও।
নাট্যকার, অভিনেতা সুমন মুখোপাধ্যায় বলেন, "গত এক দশকেরও বেশি সময় ধরে গোটা দেশ পেশীবহুল জাতীয়তাবাদের উত্থান দেখেছে। অথচ 'জাতীয়তা' বিষয়টি বহুমাত্রিক ও বহুস্তর বিশিষ্ট। তাই 'এক ভারত অভিন্ন ভারত' কথাটা নিতান্তই প্রহেলিকা। জোর করে জাতীয়তাবাদ চাপানোর মধ্যে ফ্যাসিবাদ আছে।" সুমন মুখোপাধ্যায়ের মতে, প্রেমচন্দ্র, জয়শঙ্কর প্রকাশ, মোহন রাকেশ মোটেও হিন্দি সংস্কৃতির প্রতিনিধি নন। বরং উত্তর ও মধ্য ভারত কেন্দ্রিক এক সংস্কৃতিকে তাঁরা আয়ত্ত করার চেষ্টা করেন।